1. admin@upokulbarta.news : admin :
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :

ফলোআপ: ফকিরহাটে কলেজ ছাত্র হত্যায় মামলা দায়ের, ডিপো মালিক ও কর্মচারি গ্রেপ্তার

যুগ্ম সম্পাদক
  • আপডেট সময় : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩
  • ১৫৩ বার পঠিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট মডেল থানায় কলেজ ছাত্র অনিক অধিকারী হত্যা মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৯ জানুয়ারি) রাতে নিহতের পিতা আকুল চন্দ্র অধিকারী বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে আরো ৩/৪জন অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। রাতেই এজাহারভূক্ত দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার চাঁন্দেরঢোল গ্রামের প্রফুল্ল দাশের ছেলে মৎস্য ডিপো মালিক বিপুল দাশ (৫০) এবং বিঘাই গ্রামের বিঘাই গ্রামের রবিন সরকারের ছেলে মৎস্য ডিপো কর্মকচারি দেবব্রত সরকার (৪৫)।

পুলিশ জানায়, ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের কুমারখালী গ্রামের আকুল অধিকারীর ছেলে ও টাউন-নওয়াপাড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের একাদশ শেণির ছাত্র অনিক অধিকারী (১৭) এর মরদেহ রোববার (২৯ জানুয়ারি) বিকেল ৩টার বিঘাই এলাকার প্রতীপ অধিকারীর মৎস্যঘের থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। অনিক অধিকারী গত ২২ জানুয়ারি (রোববার) থেকে নিখোঁজের সাতদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে, মামলার তদন্তকারি কর্মকর্তা মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. অহিদুর রহমান মামলার বরাত দিয়ে জানান, গত ২২ জানুয়ারি সকালের দিকে অনিক অধিকারী বিপুল দাসের মৎস্যডিপোতে ২ কেজি চিংড়ি মাছ বিক্রি করে। বিকেলে সেই মাছ বিক্রির টাকা আনতে গেলে টোকেন নিয়ে ওই ডিপোর মালিক ও কর্মচারির সাথে বাকবিতন্ডার সৃষ্টি হয়। মাছ ক্রয়-বিক্রয় ও টাকা লেন-দেনকে কেন্দ্র করে অনিককে শ্বাসরোধ করে হত্যা করতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছেন। মৎস্যডিপোর ঘটনার পর থেকে অনিক নিঁখোজ ছিলেন। মরদেহের গলায় দাগের চিহ্ন রয়েছে। মরদেহের শরীরে রশি পাওয়া গেছে বলে পুলিশ জানান।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, কলেজ ছাত্র অনিক অধিকারী হত্যা মামলা হয়েছে। এজাহার নামীয় দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি বর্তমােেন তদন্তাধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা