1. admin@upokulbarta.news : admin :
  2. bangladesh@upokulbarta.news : যুগ্ম সম্পাদক : যুগ্ম সম্পাদক
  3. bholasadar@upokulbarta.news : বার্তা সম্পাদক : বার্তা সম্পাদক
শুক্রবার, ১৭ মে ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
Southeast Bank’s CSR Fund Helped COAST Foundation Farmers সাতক্ষীরায় দ্যা পোল ষ্টার পৌর মাধ্যমিক বিদ্যালয়ে শিশু যৌন শোষণ প্রতিরোধে আসক’র শিশুদলের সাথে মিটিং সাতক্ষীরায় প্রিয়াংকা নিট গার্মেন্টস পরিদর্শনকালে এমপি লায়লা পারভীন সেঁজুতি এমপি শাওন’র বাবার কবর জিয়ারতের মধ্যদিয়ে চেয়ারম্যান প্রার্থী মিন্টু’র প্রচারণা শুরু সাতক্ষীরায় কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে সিপিডি’র সংলাপ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বাঘের পর এবার কুমিরের মুখ থেকে ফিরলেন মৌয়াল আব্দুল কুদ্দুস অবাধ, সুষ্ঠু নির্বাচনের দাবীতে লালমোহনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আকতারুজ্জামানের সংবাদ সম্মেলন ভোলার লালমোহনে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের দাবীতে চেয়ারম্যান প্রার্থী টিটব এর সংবাদ সম্মেলন ফকিরহাটে পুকুরে বিষ দিয়ে মাছ চুরির অভিযোগ মোঃ মিজানুর রহমানের জন্ম দিনে শুভেচ্ছা ও দোয়া

বরগুনায় নাগরিক কমিটির উদ্যোগে ডরপ ও স্লোব বাংলাদেশের এর সহাযোগিতায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর টয়লেট সাম্রগী বিতরণে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত।

Mdabdul Mannan
  • আপডেট সময় : বুধবার, ১২ জানুয়ারি, ২০২২
  • ১৮০ বার পঠিত
বগুনায়  ১১-০১-২০২২ইং তারিখ সকাল ১০ ঘটিকায় উপজেলা নিবাহী অফিসারের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম ।
ডরপ ওয়াশ এসডিজি প্রোগ্রামের জেলা সমন্বয়কারী আশরাফ উদ্দিন এর সঞ্চালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াশ এসডিজি নাগরিক কমিটির সদস্য জাকির হোসেন মিরাজ, হোসনেয়ারা চম্মাপা, মাহাবুব আলম, আায়লা পাতাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন, বরগুনা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলো আকন, ফুলঝুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কবির, সচিব ১০ জন, মাধ্যমিক শিক্ষা অফিসার, জনস্বাস্থ্য প্রকৌশলী, এলজিইডির উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, নাগরিক কমিটির সদস্য, ডরপ ও স্লোব বাংলাদেশের টিমসহ ৪০ জন ( নারী ১০ পুরুষ ৩০) উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার ১০টি ইউনিয়নের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর টয়লেট সাম্রগী বিতরণ, ১০- ১৫ পরিবার যাদের নিরাপদ খাবার পানির ব্যবস্থা নাই এমন এলাকা চিহ্নিত করে পানির উৎস স্থাপন, মাধ্যমিক পর্যায়ের শিক্ষা পতিষ্ঠানে মাসিক বান্ধব টয়লেট নির্মান, হাতধোয়ার ডিভাইস নির্মান, মেয়েদের জন্য স্যানিটারী ন্যাপকিন বিতরণ /আশ্রায়নে/ বাজার/ বাসস্ট্যান্ডগুলিতে দূযোগশহনশীল পানির ব্যবস্থাসহ টয়লেট নির্মান, জলাবদ্ধতা নিরসনে ডেন নির্মান, ১০টি ইউনিয়নে ৫-৬ হাজার নলূপ ওয়াশ করার জন্য প্রেসার মেশিন ক্রয় নিয়ে আলোচনা ও সমাধানের সিদ্বান্ত হয়।
আলোচনা ও উপস্থিত সদস্যদের প্রস্তাবের ভিত্তিতে নিম্নোক্ত সিদ্বান্ত হয়।
১. ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদদের উন্নয়ন বাজেট থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর টয়লেট উপকরণ বিতরন করার সিদ্বান্ত হয়।
২. মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে মাসিক বান্ধব টয়লেট, হাতধোয়ার ডিভাইস ও মেয়েদের জন্য ন্যাপকিন বিতরণ করার সিদ্বান্ত হয়।
৩. ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিল থেকে নলকূপ ওয়াশ করার জন্য প্রেশার মেশিন ক্রয়ের সিদ্বান্ত হয়।
৪. হাট বাজারের ২৫% টাকা থেকে বিভিন্ন বজারের টয়লেট মেরামত, নতুন নির্মান ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হব।
৫. পুরাকাটা ফেরিঘাট, বড়ইতলা ফেরিঘাটে, কদমতলা বাজার, আয়লা বাজারসহ বিভিন্ন বাজারে গণশৌচাগার নির্মান করার সিদ্বান্ত হয়।
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা