1. admin@upokulbarta.news : admin :
  2. bangladesh@upokulbarta.news : যুগ্ম সম্পাদক : যুগ্ম সম্পাদক
  3. bholasadar@upokulbarta.news : বার্তা সম্পাদক : বার্তা সম্পাদক
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :

হাঁস মুরগীর ডাক্তার নামেই পরিচিত নীলিমা রাণী।।

মোঃ মিজানুর রহমান
  • আপডেট সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৩২৮ বার পঠিত

এলাকার লোকের কাছে হাঁস মুরগীর ডাক্তার নামেই পরিচিত নীলিমা রাণী। গ্রামের বিভিন্ন পাড়া থেকে ডাক আসে নীলিমার। কারো হাঁসের অসুখ, কারো আবার মুরগী ঝিমায়, দিয়ে দেন প্রাথমিক চিকিৎসার ঔষধ। কে এই নীলিমা রাণী, লালমোহনের গজারিয়ার নবগ্রামের এই নারী বাড়ী বাড়ী হেটে হাঁস মুরগীর টিকা দেন। ষোল বছর যাবৎ এ সেবা দিয়ে যাচ্ছেন তিনি।

২০০৫ সালে কোস্ট ফাউন্ডেশন হতে সাত দিনের প্রশিক্ষনে হাঁস মুরগীর এ টিকা ও প্রাথমিক চিকিৎসা সেবার কাজ রপ্ত করেন এই নারী। তিনি জানান, শীতকালে হাঁস-মুরগীর রোগ বালাই দেখা দেয় বেশী তখন বেশী ডাক পড়ে তার, তবে সারা বছরই গ্রামে ঘুরে ঘুরে টিকা দেন। হাঁস-মুরগী প্রতি ২/৩ টাকা করে দেন।

লালমোহন উপজেলা প্রানি সম্পদ অফিস হতে এ টিকা আনেন। সংসারের কাজের ফাঁকে তিনি এ সেবা দেন। এ কাজে প্রতি মাসে দুই হাজার টাকার মত পান।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা