1. admin@upokulbarta.news : admin :
  2. bangladesh@upokulbarta.news : যুগ্ম সম্পাদক : যুগ্ম সম্পাদক
  3. bholasadar@upokulbarta.news : বার্তা সম্পাদক : বার্তা সম্পাদক
সোমবার, ০৬ মে ২০২৪, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শোক সংবাদ।। ”কুমিল্লা সদরের মৌলভীনগর গ্রামে বইছে শোকের ছায়া” ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে ৪৫টি কেন্দ্র পরিচালনা কমিটির সভা ভোটের মাঠে শক্ত অবস্থানে উপজেলা চেয়ারম্যান প্রার্থী স্বপন দাশ লালমোহনে ব্যবসায়ীকে হুমকি ধামকির অভিযোগ সাতক্ষীরার উন্নয়ন ইস্যুতে ৫এমপিকে এক টেবিলে বসার আহবান নাগরিক কমিটির ভোলার ইলিশা জংশন বাজারে সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত- ৩০ সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউনুছ এর পৌর ৩নং ওয়ার্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন ভোলা সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী সালেহা চৌধুরী হাঁস প্রতিকে ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন

৩য় ধাপের উপজেলা নির্বাচন ঘিরে সরগরম তজুমদ্দিনের ভোটের মাঠ

আশিকুর রহমান শান্ত
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৫৫ বার পঠিত

ভোলা প্রতিনিধিঃ

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আসন্ন ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণার পর পর ই ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণা ও গণসংযোগে সরগড়ম হয়ে উঠেছে ভোটের মাঠ।

এ নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের শোডাউন, মিছিল ও জনসভা, উঠান বৈঠক এর মাধ্যে দিয়ে প্রচার প্রচারণা চলছে সকাল থেকে রাত পর্যন্ত । বিশেষ করে চেয়ারম্যান পদপ্রার্থীদের প্রচারণা চোখে পড়ার মতো।

হাট-বাজার,ধর্মীয় প্রতিষ্ঠান সহ সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করে কাছে টানার চেষ্টা করছেন প্রার্থীরা। সম্ভাব্য প্রার্থীদের এমন প্রচারণায় সরব হয়ে উঠছে পুরো তজুমদ্দিন উপজেলার নির্বাচনী মাঠ।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তজুমদ্দিন উপজেলায় চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থীর ৪জন। তারা হলেন, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান ও যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী ৫জন। তারা হলেন, বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন পোদ্দার, সাংগঠনিক সম্পাদক আমিন মহাজন, শম্ভুপুর ইউনিয়ন দক্ষিণ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক হাসনাইন মুহাম্মদ(সোহেল), উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: আলাউদ্দিন ফারাজী ও প্রকৌশল বিল্ডার্সের কর্ণধার প্রকৌশলী মো: ফয়সাল আহমেদ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ৪জন। তারা হলেন, বর্তমান উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কোহিনুর বেগম শিলা, যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক হনুফা আক্তার রুপা, ফাতেমা বেগম সাজু, মোসাম্মৎ কয়েফুল বেগম শাহ।

এ সব প্রার্থীদের প্রচার প্রচারনায় কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের গায়েও লেগেছে নির্বাচনি এই হাওয়া। তবে ভোট নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই। এলাকার রাহিম নামের তরুন ভোটারের মতে, নির্বাচন এলেই কেবল এসব প্রার্থীদের পা পড়ে প্রত্যন্ত অঞ্চলের জনপদে। নির্বাচন চলে গেলে এসব নেতারা আর খোঁজ খবর রাখেনা এলাকার । তবে দলীয় প্রতীক না থাকায় এবারের নির্বাচনে যোগ্য প্রার্থী যাচাইয়ে ভোটাররা একটা সূযোগ পাবেন বলে জানান।

উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়, ৫ টি ইউনিয়ন নিয়ে তজুমদ্দিন উপজেলা পরিষদ গঠিত। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৩ হাজার ৩ শ’ ৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৩ হাজার ৭ শ’ ৪০ জন এবং নারী ভোটার ৪৯ হাজার ৬ শত ৪৮ জন।
এ উপজেলায়, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মে ২০২৪ ইং। মনোনয়নপত্র যাচাই- বাছাই ৫ মে। মনোনয়নপত্র বাছাইয়ে রিটানিং অফিসারের বিরুদ্ধে আপিল দায়ের তারিখ ৬-৮ মে। আপিল নিষ্পত্তি ৯-১১ মে। প্রার্থিতা প্রত্যাহার শেষ তারিখ ১২ মে। প্রতীক বরাদ্দ ১৩ মে। ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা