1. admin@upokulbarta.news : admin :
মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৪:৪৮ অপরাহ্ন

ফকিরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

যুগ্ন সম্পাদকঃ
  • আপডেট সময় : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১৯৯ বার পঠিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে নানা আয়োজনের মধ্যদিয়ে ও উৎসবমূখর পরিবেশে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার বেলা ১১টায় উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ইউনিয়ন পরিষদ চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক দাদা সংস্থা ইসলামি রিলিফ, ব্র্যাক, বাদাবন সংঘ এবং দি হাঙ্গার প্রজেক্ট এর সহযোগিতায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর অনুষ্ঠানটি আয়োজন করে। অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের তৈরী নকশীকাঁথা, গ্রামীন আচার, হাতের কাজের শাড়িসহ বিভিন্ন পণ্যের স্টল পসরা সাজিয়ে বসে। যা দেখতে দর্শনার্থীদের ভীড় দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। মূখ্য আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও সরকারি শেখ হেলাল উদ্দীন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন।
সহকারী শিক্ষক নিলুফার ইয়াসমিনের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন বেতাগা ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ, ইউপি চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার, মো. ফারুকুল ইসলাম ওমর, মো. জাহিদুল ইসলাম মোড়ল, এমডি সেলিম রেজা, বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ফকিরহাটের জয়ীতাগণ সহ বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, গনমাধ্যমকর্মী ও শিক্ষার্থীবৃন্দ। #

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা