1. admin@upokulbarta.news : admin :
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ভোলায় আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত বোরহানউদ্দিনে দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত রাজশাহীতে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে ইএসডিও লালমোহনে ভয়াবহ আগুনে ১৪ দোকান ভস্মীভূত ফকিরহাটে দুটি ক্লিনিকে ১লাখ ৪০হাজার টাকা জরিমানা ফকিরহাটে ভেনামী চিংড়ির বানিজ্যিক চাষ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বন্দরের শীর্ষ সন্ত্রাসী ক্যাপ রোমানের বাহিনী এখনো সক্রিয় শীর্ষ সন্ত্রাসী ক্যাপ রোমানের মৃত্যুতে এলাকায় ফিরে এসেছে স্বস্তি বন্দর মুছাপুরে প্রকাশ্যে চলছে ফসলি জমির মাটি বিক্রি এ যেন দেখার কেউ নেই আড়াইহাজার উপজেলা বিএনপির আয়োজনে জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত সিদ্ধিরগঞ্জে মামলাকৃত জমিতে জজকোর্টের নিষেধাজ্ঞা থাকা অবস্থায় জোরপূর্বক স্থাপনা

নানা বাড়িতে যাওয়া হলো না শিশু ইভার

সহকারী সম্পাদকঃ
  • আপডেট সময় : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৪১ বার পঠিত

আশিকুর রহমান শান্ত,ভোলা প্রতিনিধি

ভোলা সদর উপজেলায় ব্যাটারী চালিত অটোরিকশা দুর্ঘটনায় মোসা. ইভা নামের ৫ মাস বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ঐ শিশুর বাবা আহত হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় অটোরিক্সা চালক পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (১২ নভেম্বর) সকালে সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের জামতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু ইভা ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মো.মনির হোসেনের মেয়ে। নিহত শিশু ইভা খাদিজা মনির দম্পত্তির প্রথম সন্তান ছিলেন।

নিহতের পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯ টায় শিশু ইভা ও তার বাবা মা সহ একটি অটোরিকশা করে নানা বাড়িতে বেড়াতে আসার উদ্দেশ্যে নিজ বাড়ি চর সামাইয়া থেকে রওনা দেন।

তাদের বহন করা অটোরিকশাটি ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জামতলা নামক এলাকায় আসলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সজোরে ধাক্কা দেয়।

এ সময় শিশু ইভা ছিটকে পাশে থাকা একটি পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে থাকা দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ঐ শিশুর বাবা মনির হোসেন গুরুতর আহত হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভোলা সদর মডেল থানার ওসি মো.শাহীন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা