1. admin@upokulbarta.news : admin :
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৩ পূর্বাহ্ন

কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

উপকূল বার্তা ডেস্কঃ
  • আপডেট সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৭২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে মো: গিয়াস উদ্দিন (৮০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রেসপিরেটরি ডিসট্রেস ও লো ব্লাড প্রেসার রোগে অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোঃ গিয়াস উদ্দিন ময়মনসিংহ জেলার ফুলপুর থানার মাইসুদ্দিন গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।তার হাজতি নং-১২১৫৯।তিনি ২০ মার্চ ২০১৯ সাল হতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ মামলায় বন্দী ছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সকালে অসুস্থ এক হাজতিকে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা