1. admin@upokulbarta.news : admin :
  2. bangladesh@upokulbarta.news : যুগ্ম সম্পাদক : যুগ্ম সম্পাদক
  3. bholasadar@upokulbarta.news : বার্তা সম্পাদক : বার্তা সম্পাদক
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৮:৩৪ পূর্বাহ্ন

ভোলায় কুরিয়ারে জাল টাকা এনে যুবক আটক

সহকারী সম্পাদক
  • আপডেট সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৫৫ বার পঠিত
ইব্রাহিম আকতার আকাশ,ভোলা:
ঢাকা থেকে ভোলায় এস এ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ৮৭ হাজার চারশো জাল টাকা এনে মো. শরিফুল ইসলাম (২৬) নামের এক যুবক র‍্যাব-৮ এর সদস্যদের হাতে আটক হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) রাতে ভোলা শহরের কালীনাথ রায়ের বাজারে অবস্থিত এস এ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান পরিচালনা করে শরিফুল ইসলামকে আটক করা হয়।
ভোলা র‍্যাব-৮ ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি মো. জামাল উদ্দিন ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শরিফুল ইসলাম ভোলার লালমোহন উপজেলার কিশোরগঞ্জ গ্রামের মো. শাহজাহান হাওলাদারের ছেলে।
ক্যাম্প কমান্ডার মো. জামাল উদ্দিন ঢাকা মেইলকে জানান, ঢাকা থেকে এস এ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ৮৭ হাজার চারশো জাল টাকা ভোলায় আনা হয়। মূলত, এই টাকা ঈদ উপলক্ষে আনা হয়েছে। খবর পেয়ে র‍্যাবের একটি টিম অভিযান চালিয়ে জাল টাকা নিতে আসা যুবক শরিফুল ইসলামকে আটক করে। সে র‍্যাবের কাছে স্বীকার করেছে এই জাল টাকার ব্যবসার সঙ্গে সে বহু বছর ধরে জড়িত রয়েছে।
পরে র‍্যাব বাদী হয়ে এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
ছবি: জাল টাকাসহ আটক শরিফুল ইসলাম
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা