1. admin@upokulbarta.news : admin :
  2. bangladesh@upokulbarta.news : যুগ্ম সম্পাদক : যুগ্ম সম্পাদক
  3. bholasadar@upokulbarta.news : বার্তা সম্পাদক : বার্তা সম্পাদক
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত খানপুর মেইনরোডে মাদক ব্যবসা জমজমাট ॥ পুলিশ নিরব বৃষ্টির প্রত্যাশায় ভোলায় ইস্তেস্কা নামাজ আদায় কক্সবাজারের জেলে পরিবারের নারীদের প্রাকৃতিক সম্পদের ব্যবহার করন সভা অনুষ্ঠিত বোরহানউদ্দিনে ওয়াশ মার্কেট সিস্টেম উন্নয়ন  বিষয়ক সভা ফকিরহাটে এসএসিপি প্রকল্প পরিদর্শনে আন্তর্জাতিক সংস্থা ইফাদ আলিপুরে চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউল ইসলাম জিয়ার মোটরসাইকেল প্রতীকে গণসংযোগ বন্দরে ছেঁচড়া আলমগীরের মাদক ব্যবসায় যুব ও কিশোররা বিপথগামী ॥ প্রশাসনের হস্তক্ষেপ জরুরী তাপদাহে রিকশাচালক-পথচারী‌দের‌ মাঝে ড্রিম সাতক্ষীরার পা‌নি ও স্যালাইন বিতারণ ভোলায় হিটস্ট্রোকে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জে শামীম ওসমানের ঘোষণায় চাঙ্গা আইভী শিবির

স্টাফ রিপোর্টার।।
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২
  • ১৭৭ বার পঠিত
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন
নৌকা কারো নয়, নৌকা মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধুর প্রতীক – অবশ্যই নৌকা জিতবে- সংবাদ সম্মেলনে শামীম ওসমানের এমন ঘোষণায় আইভী শিবির চাঙ্গা হয়ে উঠছে। প্রভাব পড়েছে সাধারণ ভোটারদের মধ্যেও। তবে কেউ কেউ আবার মনে করছেন এই সমর্থনে কিছুই যাবে -আসবে না আইভীর।

প্রার্থী যেই হোক নারায়ণগঞ্জের মানুষ নৌকা প্রতীকে ভোট দেবে, নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমানের এরকম বক্তব্যের পরপরই নারায়নগঞ্জ শহর আওয়ামী লীগ নেতাকর্মীদের “জিতবে এবার নৌকা” শ্লোগানে মুখরিত হয়ে ওঠে।

আইভীর সমর্থকরা বলেন, নারায়ণগঞ্জে আওয়ামী লীগের মধ্যে কোন ভেদাভেদ নাই। তাই এবারও নৌকা প্রতীক জয়ী হবে।

নগরের বিভিন্ন ওয়ার্ড চষে বেড়ানো আইভির কর্মী সমর্থক এবং ভোটাররাও মনে করেন এই ঘোষণায় নতুন করে চাঙ্গা হলো নৌকার ভোটের মাঠ।

মেয়র প্রার্থী আইভীর সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে আরো উচ্ছ্বলতা।

তবে কেউ কেউ আবার মনে করেন, সেলিনা হায়াত আইভী তার নিজের কাজের জোরেই জিতবেন।

স্থানীয়রা বলছেন, আইভী রহমান শহরের উন্নয়নের জন্য কাজ করেছেন, তাই তিনি আবারো নির্বাচিত হবেন।

নারায়নগঞ্জের নাগরিক সমাজের প্রতিনিধিদের অন্যতম রফিউর রাব্বী বলেন, এই ঘোষণায় সেলিনা হায়াৎ আইভীর ভোটের বিশেষ কিছু যায় আসবে না।

নারায়ণগঞ্জের তেল-গ্যাস-বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক রাফিউর রাব্বী বলেন, নারায়ণগঞ্জে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের কোন প্রভাব কাজ করবে না। আইভী রহমান তার নিজের সুনামের কারণেই আবারো নির্বাচিত হবেন।

টানা দুই মেয়াদে মেয়র নির্বাচিত হওয়ার আগে আইভি ছিলেন নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র। তবে প্রত্যেক নির্বাচনে বাধা বিপত্তি পোহাতে হয়েছে তাকে। দলের মধ্যে কিছু সমস্যা থাকলেও নারী ভোটারদের বিশাল অংশ বরাবরই তার পক্ষে ছিল।

গতকাল দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জ শহরের বাঁধন কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে শামীম ওসমান দলের সর্বস্তরের নেতাকর্মী ও তার অনুসারীদের উদ্দেশে বলেন, ‘আজকে থেকে আমিও মাঠে নামলাম, আপনারাও মাঠে নেমে পড়েন। কে প্রার্থী হু কেয়ারস,  কলাগাছ না আমগাছ সেটা আমি দেখব না। দেখার বিষয় নৌকা স্বাধীনতার, শেখ হাসিনার। বঙ্গবন্ধুর ও আওয়ামী লীগের। আমরা যারা আওয়ামী লীগ করি তাদের এই নৌকার বাইরে যাওয়ার সুযোগ নেই।’

শামীম ওসমানের সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য সম্পর্কে নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘তার বক্তব্য সম্পর্কে ভালো-মন্দ কিছু বলব না। পরিস্থিতি দেখে দুদিন পর কথা বলব। আমার দল আছে, কেন্দ্রীয় নেতারা আছেন তারা কথা বলবেন। আমি শুধু ভোটারদের কাছে ছুটছি। কে আছে পাশে, কে নেই সেটাকে আমি গুরুত্ব দিচ্ছি না।’

তফসিল অনুযায়ী, ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ভোটগ্রহণ হবে।

গত শনিবার আওয়ামী লীগ প্রার্থী ডা. আইভী নির্বাচনী প্রচারকালে শামীম ওসমানকে ‘গডফাদার’ উল্লেখ করে বলেন, স্বতন্ত্র প্রার্থী তৈমূর তার প্রার্থী। যদিও তৈমূর বলেছেন, তিনি কারও সঙ্গে আঁতাত করে প্রার্থী হননি। এরই মধ্যে নৌকার প্রার্থীর পক্ষে কাজ না করায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। এমন প্রেক্ষাপটে শামীম ওসমান সোমবার সংবাদ সম্মেলন করার ঘোষণা দেন।

‘খেলা হবে, সেই খেলায় আমরাই জিতব’ : সংবাদ সম্মেলনে শামীম ওসমান বলেছেন, ‘স্বাধীনতার মার্কা নৌকা, জাতির জনক বঙ্গবন্ধুর মার্কা নৌকা, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মার্কা নৌকা। সেই নৌকাকে জেতাতে আজ থেকে মাঠে নামলাম। ১৬ তারিখে খেলা হবে, সেই খেলায় আমরাই জিতব।’

শামীম ওসমান বলেন, ‘এখন আমার অবস্থা গরিবের ভাবির মতো। ও বলে আমি তার, সে বলে আমি তার। নির্বাচন এলেই আমাকে নিয়ে আলোচনা শুরু হয়। নির্বাচনের সময় আমি কেন সাবজেক্ট ম্যাটার হব? জানতে চাই।’ তিনি বলেন, ‘নানাভাবে আওয়ামী লীগের ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। নারায়ণগঞ্জ নৌকার ঘাঁটি, এখানে অন্য কোনো খেলার চেষ্টা করবেন না।’

নাম না বলে মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘সামনে যেদিন আসছে, কঠিন পরীক্ষা দিতে হবে। ছাত্রলীগের মনে কষ্ট দিয়েন না। দুঃসময়ে তারাই এগিয়ে এসেছিল। নির্বাচন ধমক দিয়ে হয় না। একে অপরকে দোষারোপ করে নির্বাচন হয় না। সব রাগ অভিমান ছেড়ে দিয়ে কাজ করতে হবে। সবার ঘরে ঘরে যেতে হবে। এই ঘাঁটি নৌকার, এ মাটি আওয়ামী লীগের। জয় আমাদের হবেই।’

কোনো চাপে সংবাদ সম্মেলনে এসে নৌকাকে সমর্থন জানাচ্ছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শামীম ওসমান একটি উক্তি উল্লেখ করে বলেন, ‘আমি কারো সামনে মাথানত করি না। আমি নিজেই ঝড়, এই ঝড় কারো সামনে মাথা নোয়ায় না।’ অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কারও যদি গডফাদার বলতে ইচ্ছে হয়, বলেছেন। আগে ফাদার বলতে ইচ্ছে হয়েছিল বলেছেন। ব্রাদারও বলেছেন। আর যাই হোক গডমাদার বলবেন না। কেউ বলে শান্তি পেলে পাক, তাতে আমার কী।’

আইভীর নাম উল্লেখ না করে শামীম ওসমান বলেন, ‘উনি কী বলছেন সেটা তার ব্যাপার। আমার জাতীয় পর্যায়ের নেতারা এসে নির্বাচন পরিচালনা করছেন। তারা বলেছেন, এটা বিএনপি-জামায়াতের নতুন চাল। এখন আমি কারটাকে সঠিক বলব।’ তিনি বলেন, ‘১৬ তারিখ নৌকা বিজয়ী হওয়ার পর তার প্রশ্নের উত্তর দেব। নির্বাচনের মাঠে নামতে পারব না, আইনে নিষেধ আছে। আমরা আইন করব আমরাই মানব না, সেটা কেমনে হয়। এ আইনটা বাতিল করে দেওয়া উচিত।’

বিএনপির পদ হারানো স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারকে উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, ‘হাতি দিয়ে এখানে নৌকাকে ডোবানো যাবে না। হাতি অনেক বড়। তবে এত বড় হয়নি যে নৌকা ডুবিয়ে দেবে। ওরকম হাতি নৌকার ওপরে ওঠার আগেই আমরা কাঁধে করে নিয়ে চলে যাব।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি চন্দন শীল, সাধারণ সম্পাদক খোকন সাহা প্রমুখ।

কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা : সংবাদ সম্মেলনের পর শামীম ওসমানের সঙ্গে আলোচনায় বসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। গতকাল বিকেলে নারায়ণগঞ্জ ক্লাবে এ বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও ডা. আইভীর নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্রীয় সমন্বয়ক জাহাঙ্গীর কবির নানক, কমিটির সদস্য দলের সভাপতিম-লীর আরেক সদস্য আবদুর রহমান, দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক ও কমিটির সদস্য সচিব মির্জা আজম।

মির্জা আজম বলেন, ‘দলীয় প্রার্থীর নির্বাচনী কলাকৌশল নিয়ে শামীম ওসমানের সঙ্গে আলোচনা হয়েছে।’

সন্ধ্যায় মির্জা আজমের ফেইসবুক পেজে বৈঠকের ছবি আপলোড করা হয়। তিনি লিখেছেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শামীম ওসমান। সেই সঙ্গে দলের প্রার্থী আইভীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

শামীম ওসমানের সংবাদ সম্মেলন সম্পর্কে জানতে চাইলে মির্জা আজম বলেন, ‘এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে দলের কর্মী-সমর্থকদের ভেতরে যে অস্পষ্টতা ও বিভ্রান্তি ছিল তা কেটে গেছে।’

‘ডা. আইভী এখনো বলছেন যে শামীম ওসমানের বক্তব্য এবং কাজের মিল রয়েছে কি না সে সম্পর্কে পরিষ্কার হতে আরও দুদিন লাগবে’ এ বিষয়ে মির্জা আজম বলেন, ‘স্বাভাবিক। একটু ভুল বোঝাবুঝি ছিল।’

তিনি বলেন, ‘শামীম ওসমান তার অবস্থান পরিষ্কার করবেন, এটা আমরা আগেই জানতাম। আমরা সবাই তো শেখ হাসিনার লোক। শামীম ওসমান কোনো চাপে তার অবস্থান পরিষ্কার করেননি। নিজে থেকে এ উদ্যোগ নিয়েছেন।’

সংশয়ে আইভী শিবির : শামীম ওসমানের নৌকার পক্ষে নামার ঘোষণা সম্পর্কে জানতে চাইলে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হেসেন বলেন, ‘শামীম ওসমান ভালোই বক্তব্য দিয়েছেন।’ তাহলে আর কোনো সংশয় সন্দেহ রইল কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ওয়েট অ্যান্ড সি (অপেক্ষা করুন এবং দেখুন)। সবে তো কথা বললেন শামীম ওসমান। এখন দেখতে হবে কতটা আন্তরিক হয়ে নৌকার পক্ষে কাজ করছেন তিনি।’ আইভী-শামীমের বিরোধ কি শেষ হয়ে গেল এই প্রশ্নে আনোয়ার বলেন, ‘নিশ্চিত করে বলতে আরও সময় লাগবে।’ আনোয়ার আওয়ামী লীগ প্রার্থী ডা. আইভীর পক্ষে নির্বাচনী মাঠে রয়েছেন।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খোকন সাহা বলেন, ‘শামীম ওসমান অত্যন্ত সময়োপযোগী বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যে দলের নেতাকর্মী উদ্বুদ্ধ হয়েছে। আইভী নৌকার প্রার্থী, সবাই আমরা কাজ করব।’

বিলুপ্ত আদমজী জুট মিলের শ্রমিক নেতা বাহার মিয়ার দাবি, শামীম-আইভীর বিরোধ-বিবাদ কখনো নিষ্পত্তি হবে না। এই বিরোধ পুরনো।

নগরের ৭ নম্বর ওয়ার্ড কদমতলী পুলের বাসিন্দা বাহার বলেন, ‘আইভীর বাবা আলী আহমদ চুনকা ও শামীমের বাবা এসএম শামসুজ্জোহার মধ্যেও বিরোধ-বিবাদ লেগেই থাকত। অসংখ্যবার এ বিরোধ-বিভেদ নিষ্পত্তি করতে আমরা উদ্যোগ নিয়েছি।’

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা