1. admin@upokulbarta.news : admin :
  2. bangladesh@upokulbarta.news : যুগ্ম সম্পাদক : যুগ্ম সম্পাদক
  3. bholasadar@upokulbarta.news : বার্তা সম্পাদক : বার্তা সম্পাদক
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৮:৫২ অপরাহ্ন

লালমোহনে বিরেধীয় জমির গাছ কাঁটার অভিযোগ

সম্পাদকঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৮৪ বার পঠিত
স্টাফ রিপোটারঃ
লালমোহনে বিরোধীয় জমির গাছ কাঁটার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কালমা ইউনিয়নের বালুরচর ৬ নং ওয়ার্ডে গত মঙ্গলবার ২ ফেব্রুয়ারী এঘটনা ঘটে। জানাযায়,১৯৯৬ সালে বালুর চর গ্রামের মোঃ আনিচল হক বাদী হয়ে ভেলা জর্জকোর্টে একটি দেওয়ানীমোকদ্দমা করেন।
মামলা নং ৮৭/৯৬ লাল সে মামলা কোর্টে চলোমান পরে আনিচল হক এর মৃত্যুর পর তার ছেলে সফিজল বাদী হয়ে মামলা চালিয়ে আসছে।ঐ মামলার বিবাদী অনেক তার মধ্যে সুলতান আহমদ পিং মৃত আঃ গফুর, আঃ রব,আঃ মন্নান,আঃ হালিম,আঃ করিম উভয় পিং সুলতান আহমদ এরমধ্যে আঃ করিম উক্ত মামলার বিরধীয় সম্পত্তির থেকে জোর পূর্বক প্রায় ৩২ টি রেন্ডিগাছ কেটে নিয়ে যায়। পরে সফিজল গংরা ও স্থানীয় লোকজন এসে বাঁধা প্রদান করলে করিম তাতে কোন কর্ণপাত না করে গাছ কেটে ফেলে। এঘটনায় সফিজল অভিযোগ করে জানান, আমাদের পূর্ব পুরুষদের সম্পত্তি দীর্ঘদিন আমরা ভোগ দখলে রয়েছি।
করিম গংদের বিরুদ্ধে আদালতে দেওয়ানীমোকদ্দমা চলে সে মামলায় আমরা তিনবার রায় পেয়েছি। ওরা সুধু সময় নেয় মামার কোন জবাব দিতে পারেনি।তার পরেও আমাদের প্রায় ৩২ টি রেন্ডি গাছ কেটে নিয়ে যায়।সফিজল গংরা এঘটনায় ন্যায় বিচার দাবি করেন।
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা