1. admin@upokulbarta.news : admin :
  2. bangladesh@upokulbarta.news : যুগ্ম সম্পাদক : যুগ্ম সম্পাদক
  3. bholasadar@upokulbarta.news : বার্তা সম্পাদক : বার্তা সম্পাদক
বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
অবাধ, সুষ্ঠু নির্বাচনের দাবীতে লালমোহনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আকতারুজ্জামানের সংবাদ সম্মেলন ভোলার লালমোহনে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের দাবীতে চেয়ারম্যান প্রার্থী টিটব এর সংবাদ সম্মেলন ফকিরহাটে পুকুরে বিষ দিয়ে মাছ চুরির অভিযোগ মোঃ মিজানুর রহমানের জন্ম দিনে শুভেচ্ছা ও দোয়া মোংলায় প্রতীক পেয়েই প্রচারে প্রার্থীরা বাংলাদেশ ব্লাড ডোনার ফাউন্ডেশনের ভোলার কমিটিতে আলামিন সভাপতি ইউসুফ সম্পাদক স্বাস্থ্যঝুঁকি থেকে রক্ষা পেতে ৮০% এরও বেশি বিড়ি শ্রমিক চান বিকল্প কর্মসংস্থান” সাতক্ষীরার ৬টি ক্লাব ও সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি সেঁজুতি ভোমরা স্থলবন্দরে অস্থিতিশীল সৃষ্টিকারীদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না সাতক্ষীরায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করলেন এমপি লায়লা পারভীন সেঁজুতি

শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব উদযাপন

আহসান টিটু, বাগেরহাট :
  • আপডেট সময় : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ৩৯২ বার পঠিত
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় অবস্থিত শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব- ১৪৩১ উদযাপন করা হয়েছে।
রবিবার  (১৪ এপ্রিল) 0১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ সকাল ১০:০০টায় জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসূচির শুভ সূচনা করা হয়। এরপর মঙ্গল শোভাযাত্রা কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে স্বপন দাশ অডিটোরিয়ামে শেষ হয়। অতঃপর সকাল ১০:৩০ মিনিটে অর্থনীতি বিভাগের প্রভাষক তপতী রাণী ধরের সঞ্চালনায় কলেজের স্বপন দাশ অডিটোরিয়াম ভবনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি, ফকিরহাট উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান স্বপন দাশ উপস্থিত ছিলেন। এছাড়াও অধ্যক্ষ জনাব বটু গোপাল দাসসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজের সহকারী অধ্যাপক উৎপল কুমার দাস, চন্দ্র শেখর অধিকারী, অঞ্জ বিশ্বাস, নাজমা খানম, রিক্তা রাণী খান বর্ষবরণের গান ‘এসো হে বৈশাখ/ এসো এসো’ সমবেত কন্ঠে পরিবেশন করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি স্বপন দাশ, অধ্যক্ষ বটু গোপাল দাস, সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, আহবায়ক দিপংকর রায়সহ প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন অতিথি শিল্পী এনএসআই কর্মকর্তা শেখ শরীফুল ইসলাম, এসকে জাহিদ হাসান, সহকারী অধ্যাপক উৎপল কুমার দাশ, প্রভাষক চন্দ্র শেখর অধিকারী, অঞ্জ বিশ্বাসসহ প্রমুখ। এছাড়াও কবিতা আবৃত্তি করে সবাইকে বিমোহিত করেন অধ্যক্ষ বটু গোপাল দাস, শেখ মাহবুবা ফেরদৌসী, নাজমা খানমসহ প্রমুখ। সবশেষে নববর্ষ উদযাপন কমিটির উদ্যোগে এবং পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির পৃষ্ঠপোষকতায় এক মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা