1. admin@upokulbarta.news : admin :
সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জে তৃণমূল বিএনপির মহা সচিব তৈমুর আলম খন্দকারের গন সংযোগ ভোলায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার এর আয়োজনে বিজয় দিবস কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বিশ্বজুড়ে মানবিক বিপর্যয় রোধে মানবাধিকার নিশ্চিতের জোর দাবি নাগরিক সমাজের রাজশাহীতে ট্রাক ও মাইক্রো বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত-৭ আধুনিক কৃষি প্রযুক্তি নির্ভরশীল দেশ জাপান লালমোহনে পাঁচ জয়িতাকে সম্মাননা লালমোহনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত ফকিরহাট নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত ফকিরহাটে পাঁচ নারীকে জয়িতা সম্মাননা প্রদান ফকিরহাট আ’লীগের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি গঠিত

লালমোহনে বসত ঘরে লুট-পাটের প্রায় দেড় মাসপর মালামাল উদ্ধার করেছে পুলিশ

সহকারী সম্পাদকঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৯ বার পঠিত

স্টাফ রিপোটারঃ

ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ড মাঝি বাড়ীতে বিবি হনুফার বসত ঘরে লুট-পাটের প্রায় দেড় মাসপর লুটের আংশিক মালামাল উদ্ধার করেছে লালমোহন থানা পুলিশ। শুক্রবার ( ১৬ সেপ্টেম্বর) দুপুরে তদন্ত করতে গিয়ে এসব মালামাল উদ্ধার করেন, মামলার তদন্ত ককর্মকর্তা এসআই অপুর্ব ও এসআই জাহিদুল ইসলাম।
মামলার বিবরনে জানাযায়, গত ৫ আগস্ট লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইনজত আলী মাঝি বাড়ির মৃতঃ নুরুজ্জামান চৌকিদারের বিধবা স্ত্রী বিবি হনুফার জেএল নং ৫০, মৌজা লর্ডহার্ডিঞ্জ এসএ ১৩৩ নং খতিয়ানের ১১১৪/১১১৫ দাগে হালে বি এস ২৫৮২/২৫৮৩ দাগের ভূমিতে বসত ঘরে অনু প্রবেশ করে আলাউদ্দিন পিং মৃতঃ আমজাদ আলী মাঝি, জাহের, আঃ কাদের, মোঃ লোকমান, সর্ব পিতা মোঃ আলাউদ্দিন। মোঃ চান মিয়া (ওরপে চাান্দু), মোঃ সোহাগ, মোঃ ফিরোজ সর্ব পিতা সামছুদ্দিন। সাকিন ৬নং ওয়ার্ড, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন।
এঘটনায় বিবি হনুফা বাদী হয়ে লালমোহন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি আর ২০২২ (লালঃ) এম পি নং ১৫৯/২২ দায়ের করে। ঘটনার সময় এসব সন্ত্রাসী বাহিনী বিবি হনুফার বসত ঘরে অনু প্রবেশ করে তাকে ও তার নাতনী তানজিলা বেগমকে বেধরক মারপিট করে লুটপাট করে। এসময় বিবি হনুফার সাথে থাকা ১ভরি ওজনের ১টি স্বর্ণের চেইন, চার আনা ওজনের কানের দুল, স্যামসং মোবাইল ও ঘরে থাকা ৫মণ মরিচ, গরু ক্রয়ের ১লাখ টাকাসহ পুকুর থেকে বিভিন্ন প্রজাতির ৫মণ মাছ ধরে নিয়ে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই অপুর্ব ও এস আই জাহিদুল ইসলাম ১৬ সেপ্টেম্বর সকালে বাদিনী বিবি হনুফার বাড়িতে তদন্ত করতে যায়। এ সময় স্থানীয় লোকজন ঘটনার সত্যতা স্বীকার করে আলাউদ্দিনের সন্ত্রাসী কর্মকান্ডের কথা পুলিশকে জানান। এ সময় স্থানীয় লোকজনের কথা অনুযায়ী চান মিয়া (ওরপে চান্দু) ঘরে ডুকে লুটকৃত মালামালের আংশিক মালামাল উদ্ধার করে।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা