1. admin@upokulbarta.news : admin :
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৩ পূর্বাহ্ন

মনের সুখে প্রাণিপালন- ডাঃ প্রদীপ কুমার কর্মকার

উপদেস্টাঃ প্রাণি সম্পদ বিভাগঃ
  • আপডেট সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৮৮ বার পঠিত

সংসারের আয় বাড়াতে যদি তুমি চাও
গরু ছাগল হাঁস- মুরগী পালন শিখে নাও।
স্বল্প জায়গায় অল্প দিনে অধিক উৎপাদন হয়
পন্য বেঁচে জায়গা সবই কেনা যায়।

সোনালী মুরগী দুইশত পঞ্চশ ডিম দেয়
খাকী ক্যাম্পবেল জিনডিনেও একই রকম রেখো নজরে
সময়মত টিকা দিবে  রাখবে ঘর পরিস্কার
রোগ বালাই দূরে যাবে পাবে অনেক পুরুস্কার ।

দেশী গাভী পালন করে প্রাণি হাসপাতালে নিবে
স্বাস্থ্যবান রং- বেরং একই বাছুর শীঘ্র পবে।
এ পদ্ধতিতে খাটি জাতের গাভী পাওয়া যায়
অনেক দুধ বহু অর্থ উপার্জন  সম্ভম হয়।

পুষ্টিমান- পুষ্টিগুন থাকে বেশী উন্নত ঘাসে
একবার রোপন করে কাটবে মাসে মাসে
মাঝে মাঝে গোবর সার গোড়ায় দিবে ভাই
তাহলে বারবার রোপনের প্রয়োজন নাই।

দেশী ছাগল ব্লাক বেঙ্গঁল বছরে দুবার বাচ্চা দিবে
একই সাথে পাচঁটি বাচায় তোমার ঘর ভরে যাবে
পিপিআর টিকা দিলে ভয়-ভাবনা নাই
মনের সুখে প্রাণিপালন করবে সবাই।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা