1. admin@upokulbarta.news : admin :
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৬ পূর্বাহ্ন

মঠবাড়িয়ার অসহায় এতিম পারুলের মাথাগোঁজার ঠাই নাই,

যুগ্ন প্রকাশকঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ১৩৫ বার পঠিত

মোঃ আসাদুজ্জামান(যুগ্ম প্রকাশক)

পিতামাতা,ভাই বোন হারা সহায় সম্বলহীন অসহায় পারুল। বহুবছর আগেই হারিয়েছে তার পিতামাতা। পিতার রেখে যাওয়া যে বসত ভিটেটুকু ছিল তাও এলাকার লেফাসধারী মাওলানা( নাম প্রকাশে
অনিচ্ছুক)পিতার পূর্ব দেনার দায়ে দখল করে নিয়ে যায়।

৪ সন্তান ও অসহায় দিনমজুর স্বামীকে নিয়ে দীর্ঘদিন চট্টগ্রামে দিনমজুরে কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
দিন দিন পারুলের সংসারের খরচ বেড়ে যাচ্ছে। অপরদিকে আয় তো আর বাড়ছে না।

পরের বাসাবাড়িতে ঝি এর কাজ কারতে করতে পারুলের এখন রোগ,শোক ই নিত্যদিনের সাথী।
কোন বেলায় খাবার জোটে আবার কোন বেলায় না খেয়ে উপোস থাকতে হয় তাদের।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গরীব অসহায় ভুমিহীন মানুষদের
মাথাগোঁজার জন্য ঘর নির্মাণ করে দিয়েছেন যাহা ছিল এ মুজিব বর্ষের সেরা উপহার।পারুলের ও স্বপ্ন
এই মুজিব বর্ষের দেয়া ঘরের একটি ঘর যদি তিনি পেতেন তাহলে অন্তত জন্মভূমিতে এসে একটুখানি মাথাগোঁজার ঠাই হতো। এই প্রতিবেদকেরর সাথে এসব কথা বলতে গিয়ে কেদে ফেলেছেন পারুল।

পারুলের জাতীয় পরিচয় পত্রে এতোদিন অস্থায়ী ঠিকানা চট্টগ্রামে থাকলেও বর্তমানে সে তার নিজ জন্মভূমির ঠিকানায় ই ভোট ট্রান্সফার করিয়েছেন।

পারুল পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ৪ নং দাউদখালি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হারজি নলবুনিয়া গ্রামের ( ৪৫ নং হারজি নলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন) মৃত. রত্তন হাং এর মেয়ে। পারুলের সাথে যোগাযোগ করতে চাইলে ০১৭২৪-২২০৪৭৪ নাম্বারে যোগাযোগ করুন।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা