1. admin@upokulbarta.news : admin :
সোমবার, ০৮ অগাস্ট ২০২২, ০৪:৩১ পূর্বাহ্ন

প্রিয়তমা নুর জাহান হক

সাহিত্য ও কবিতা সম্পাদকঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৪৩ বার পঠিত

একত্রিশ পাঁচ দুই হাজার দুই সাল
ছিলো কত ঢক,
বধূ বেসে মোর সঙ্গীনি
এলো মিসেস হক।

সুখে দুঃখে বিশটি বছর
হয়ে গেলো শেষ,
সংসারেতে প্রিয়তমার
ধৈর্য ছিলো বেশ।

বুঝতে দেয় নি দুঃখ কষ্ট
মস্ত বড় মন,
ধর্মে কর্মে সকল মর্মে
সুদৃঢ় তার পণ।

প্রিয়তমার ভালোবাসায়
হারবে মমতাজ,
শাহ্ জাহানের মত হয়ে
করে যাবো কাজ।

দেখবে চেয়ে এই দুনিয়া
অবাক চেয়ে লোক,
ওগো মাবুদ পরকালে
শেষ দেখা টা হোক।
You sent
ছবি দেন

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা