1. admin@upokulbarta.news : admin :
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৬ পূর্বাহ্ন

কবি হবার আশাঃ মোঃ হক সাহাব

মোঃ হক সাহাব
  • আপডেট সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ১২৪ বার পঠিত

কবি হবার ইচ্ছা নিয়ে
লিখছি যত কথা,
ভালো মন্দ বাস্তবতা
নিয়ে শত ব্যথা।

লিখে থাকি প্রেম বিরহ
শত পদ্য গানে,
পাঁচমিশালি কল্প কথা
পাঠক হৃদের টানে।

উৎসাহ পেলে আগ্রহে মন
লিখতে বারে বারে,
যদি পাঠক হৃদয় থেকে
কমেন্ট করতে পারে।

পাঠক হৃদের ভালোবাসায়
হব একদিন কবি,
ইনশাআল্লাহ্ লিখে যাবো
বাস্তবতার ছবি।

আশা যে মোর পাঠক হৃদয়
বাসবে মোরে ভালো,
কবি হয়ে আশা পূরণ
জীবন হবে আলো।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা