1. admin@upokulbarta.news : admin :
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৩ পূর্বাহ্ন

ভুলে যাও পরের ক্ষতিঃ মোঃ হক সাহাব

মোঃ হক সাহাব
  • আপডেট সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ১৩১ বার পঠিত

অন্যের দুঃখ দেখে যে জন
মুচকি মুচকি হাসে,
বিপদে তার বন্ধু সকল
থাকে না কেউ পাশে।

হিংসা লোভে ক্রুদ্ধ হয়ে
করছো অন্যের ক্ষতি,
ভেবেছ কি মরার পরে
কি’বা তোমার গতি?

পরের ঘরে আগুন জ্বালাও
মুখে রেখে হাসি,
সাধুর সাজে ভবের মাঝে
বাজাও সুখের বাঁশি।

মনের আগুন পুড়বে তোমার
থাকবে না তো দিশা,
সেই অনলে সব হারাবে
হারাবে ওই সীসা।

পরের ক্ষতি যাওগো ভুলে
নিজের ভালোর তরে,
মরে গেলে শান্তি পাবে
পরের জনম ধরে।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা