1. admin@upokulbarta.news : admin :
  2. bangladesh@upokulbarta.news : যুগ্ম সম্পাদক : যুগ্ম সম্পাদক
  3. bholasadar@upokulbarta.news : বার্তা সম্পাদক : বার্তা সম্পাদক
শনিবার, ১৮ মে ২০২৪, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সাচড়ায় আনারসের পক্ষে মহিবুল্লাহ মৃধার গণসংযোগ জলদস্য ও ভূমিদস্যু দিয়ে জনগণের ভোট কেড়ে নে‌ওয়া যাবে না-মোহাম্মদ ইউনুছ Southeast Bank’s CSR Fund Helped COAST Foundation Farmers সাতক্ষীরায় দ্যা পোল ষ্টার পৌর মাধ্যমিক বিদ্যালয়ে শিশু যৌন শোষণ প্রতিরোধে আসক’র শিশুদলের সাথে মিটিং সাতক্ষীরায় প্রিয়াংকা নিট গার্মেন্টস পরিদর্শনকালে এমপি লায়লা পারভীন সেঁজুতি এমপি শাওন’র বাবার কবর জিয়ারতের মধ্যদিয়ে চেয়ারম্যান প্রার্থী মিন্টু’র প্রচারণা শুরু সাতক্ষীরায় কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে সিপিডি’র সংলাপ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বাঘের পর এবার কুমিরের মুখ থেকে ফিরলেন মৌয়াল আব্দুল কুদ্দুস অবাধ, সুষ্ঠু নির্বাচনের দাবীতে লালমোহনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আকতারুজ্জামানের সংবাদ সম্মেলন ভোলার লালমোহনে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের দাবীতে চেয়ারম্যান প্রার্থী টিটব এর সংবাদ সম্মেলন

মনপুরায় ফের নিখোঁজ মহিষের কাটা মাথা, চামড়া ও হাড়গোড় উদ্ধার

যুগ্ম সম্পাদক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২
  • ১৬৭ বার পঠিত

সীমান্ত হেলাল, মনপুরা (ভোলা) প্রতিনিধি।।

ভোলার মনপুরায় ফের নিখোঁজ মহিষের কাটা মাথা, চামড়া ও পরিত্যক্ত হাড়গোড় উদ্ধার করা হয়েছে। ২ টি মহিষ জবাই করে মাথা কেটে ফেলে রেখে -মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা। উক্ত ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি গো-খাদ্যের জন্য উপজেলার বিভিন্ন চরে থাকা হাজার হাজার মহিষ মালিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১১জানুয়ারী) সকাল ১২ টায় উপজেলার দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন সংলগ্ন বাসনভাঙ্গা কেঁওড়া বন থেকে পতিত অবস্থায় মহিষের মাথা দুটি, চামড়া ও হাড়গোড় উদ্ধার করা হয়।

এছাড়াও কয়েকমাস পূর্বে উপজেলার দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের পাতালিয়ার চর থেকে দুটি মহিষের কাটা মাথা উদ্ধার করা হয়।

এদিকে গত কয়েকদিন যাবত বিভিন্ন মালিকের ৬ টি মহিষ নিখোঁজ ছিলো। নিখোঁজ ছয়টি মহিষের মধ্যে নিখোঁজ ২ টির কাটা মাথা, চামড়া ও পরিত্যক্ত হাড়গোড় পাওয়া গেছে। মহিষের কান ও চামড়ায় বিভিন্ন চিহ্ন দেখে শনাক্ত করেছেন নিখোঁজ মহিষ দুটির মালিকরা। এখন পর্যন্ত আরও ৪টি মহিষ নিখোঁজ রয়েছে বলে জানা যায়।

উদ্ধার করা মাথা, চামড়া ও হাড়গোড় দেখে শনাক্তকারী দুই মহিষ মালিক উপজেলার দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা আলমগীর হোসেন রাড়ী ও ২নং ওয়ার্ডের বাসিন্দা মহিউদ্দিন জানান, সোমবার থেকে মহিষ নিখোঁজের খবর পাই বাথানিয়াদের (রাখাল) কাছ থেকে। তার পর থেকে বিভিন্ন চরে আমরা ও বাথানিয়ারা খোঁজাখুজি করি। পরে বাসন ভাঙা চরে খোঁজাখুঁজির করে মহিষের মাথা দুটি, চামড়া ও পরিত্যাক্ত হাড়গোড় উদ্ধার করি। জবাই করে মাথা ফেলে রেখে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এছাড়া স্থানীয় মহিষ মালিক নজরুল, মহিউদ্দিন, মালেক দেওয়ান, আবুল কালামের ৪ টি মহিষ এখনো নিখোঁজ রয়েছে।

মনপুরা থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন নয়ন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এব্যাপারে উপজেলার দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্লাহ কাজল জানান, বিষয়টি খুবই অমানবিক। বিভিন্ন সময়ে বহিরাগত চোর চক্র মনপুরার বিভিন্ন চর থেকে মহিষ চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনায় আমরা খুবই আতঙ্কিত। ঘটনার সাথে জড়িতদেরকে অতিদ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা