1. admin@upokulbarta.news : admin :
সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জে তৃণমূল বিএনপির মহা সচিব তৈমুর আলম খন্দকারের গন সংযোগ ভোলায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার এর আয়োজনে বিজয় দিবস কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বিশ্বজুড়ে মানবিক বিপর্যয় রোধে মানবাধিকার নিশ্চিতের জোর দাবি নাগরিক সমাজের রাজশাহীতে ট্রাক ও মাইক্রো বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত-৭ আধুনিক কৃষি প্রযুক্তি নির্ভরশীল দেশ জাপান লালমোহনে পাঁচ জয়িতাকে সম্মাননা লালমোহনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত ফকিরহাট নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত ফকিরহাটে পাঁচ নারীকে জয়িতা সম্মাননা প্রদান ফকিরহাট আ’লীগের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি গঠিত

মনপুরায় ফের নিখোঁজ মহিষের কাটা মাথা, চামড়া ও হাড়গোড় উদ্ধার

যুগ্ম সম্পাদক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২
  • ১৩৯ বার পঠিত

সীমান্ত হেলাল, মনপুরা (ভোলা) প্রতিনিধি।।

ভোলার মনপুরায় ফের নিখোঁজ মহিষের কাটা মাথা, চামড়া ও পরিত্যক্ত হাড়গোড় উদ্ধার করা হয়েছে। ২ টি মহিষ জবাই করে মাথা কেটে ফেলে রেখে -মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা। উক্ত ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি গো-খাদ্যের জন্য উপজেলার বিভিন্ন চরে থাকা হাজার হাজার মহিষ মালিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১১জানুয়ারী) সকাল ১২ টায় উপজেলার দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন সংলগ্ন বাসনভাঙ্গা কেঁওড়া বন থেকে পতিত অবস্থায় মহিষের মাথা দুটি, চামড়া ও হাড়গোড় উদ্ধার করা হয়।

এছাড়াও কয়েকমাস পূর্বে উপজেলার দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের পাতালিয়ার চর থেকে দুটি মহিষের কাটা মাথা উদ্ধার করা হয়।

এদিকে গত কয়েকদিন যাবত বিভিন্ন মালিকের ৬ টি মহিষ নিখোঁজ ছিলো। নিখোঁজ ছয়টি মহিষের মধ্যে নিখোঁজ ২ টির কাটা মাথা, চামড়া ও পরিত্যক্ত হাড়গোড় পাওয়া গেছে। মহিষের কান ও চামড়ায় বিভিন্ন চিহ্ন দেখে শনাক্ত করেছেন নিখোঁজ মহিষ দুটির মালিকরা। এখন পর্যন্ত আরও ৪টি মহিষ নিখোঁজ রয়েছে বলে জানা যায়।

উদ্ধার করা মাথা, চামড়া ও হাড়গোড় দেখে শনাক্তকারী দুই মহিষ মালিক উপজেলার দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা আলমগীর হোসেন রাড়ী ও ২নং ওয়ার্ডের বাসিন্দা মহিউদ্দিন জানান, সোমবার থেকে মহিষ নিখোঁজের খবর পাই বাথানিয়াদের (রাখাল) কাছ থেকে। তার পর থেকে বিভিন্ন চরে আমরা ও বাথানিয়ারা খোঁজাখুজি করি। পরে বাসন ভাঙা চরে খোঁজাখুঁজির করে মহিষের মাথা দুটি, চামড়া ও পরিত্যাক্ত হাড়গোড় উদ্ধার করি। জবাই করে মাথা ফেলে রেখে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এছাড়া স্থানীয় মহিষ মালিক নজরুল, মহিউদ্দিন, মালেক দেওয়ান, আবুল কালামের ৪ টি মহিষ এখনো নিখোঁজ রয়েছে।

মনপুরা থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন নয়ন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

এব্যাপারে উপজেলার দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্লাহ কাজল জানান, বিষয়টি খুবই অমানবিক। বিভিন্ন সময়ে বহিরাগত চোর চক্র মনপুরার বিভিন্ন চর থেকে মহিষ চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনায় আমরা খুবই আতঙ্কিত। ঘটনার সাথে জড়িতদেরকে অতিদ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা