1. admin@upokulbarta.news : admin :
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আধুনিক কৃষি প্রযুক্তি নির্ভরশীল দেশ জাপান লালমোহনে পাঁচ জয়িতাকে সম্মাননা লালমোহনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত ফকিরহাট নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত ফকিরহাটে পাঁচ নারীকে জয়িতা সম্মাননা প্রদান ফকিরহাট আ’লীগের উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি গঠিত নারী নির্যাতন মামলা করায় বাদীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ হেভিওয়েট প্রার্থী এ এইচ এম মাসুদ দুলাল পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে সোনারগাঁয়ে ব্যাপক পরিচিতি রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুরের বিরুদ্ধে শ্লীলতাহানি’র অভিযোগ ভোলার মনপুরা থানার ওসি তদন্ত’র মাদক বিরোধী অভিযানে আটক-২

স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে করনীয়

বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১২৯ বার পঠিত

ক্যানসারের কারণ এখনও জানতে পারেননি চিকিৎসকরা। এর শতভাগ সফল চিকিৎসা পদ্ধতিও জানা যায়নি। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন জীবনযাত্রায় পরিবর্তন আনলে এবং নির্দিষ্ট কিছু খেলে ক্যানসারের ঝুঁকি কমতে পারে।

কিছু কিছু খাবার রয়েছে যা স্তন ক্যানসারের আশঙ্কা কিছুটা হলেও কমিয়ে দেয়। এমন কিছু খাবার সম্পর্কে চলুন জেনে নিই-

আদা-পেঁয়াজ-রসুন

পরিচিত এই মসলাগুলো কমাতে পারে স্তন ক্যানসারের আশঙ্কা। এগুলোতে রয়েছে ফ্লেভোনয়েডস নামক উপাদান। এটি খুব জরুরি অ্যান্টিঅক্সিডেন্ট। বিজ্ঞানীদের মতে, নিয়মিত আদা, পেঁয়াজ, রসুন খেলে স্তন ক্যানসারের ঝুঁকি কমতে পারে।

সবুজ শাকসবজি

অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর সবুজ শাকসবজি। এগুলো রক্ত পরিশুদ্ধ করতে এবং শরীর থেকে দূষিত পদার্থ দূর করতে দারুণ কাজ করে। তাই স্তন ক্যানসার থেকে দূরে থাকতে নিয়মিত সবুজ শাকসবজি খান।

বিভিন্ন ধরনের বেরি

এসব ফলে রয়েছে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট যা স্তন ক্যানসারের আশঙ্কা কিছুটা কমাতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। নিয়মিত বেরিজাতীয় ফল খেলে শরীরের অন্যান্য সমস্যাও দূর হয়।

যেসব মাছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, সেলেনিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, সেগুলি ক্যানসার আটকাতে দারুণ কাজ করে। এই তালিকায় আছে স্যামন, সার্ডিনের মতো মাছ। ওজনও নিয়ন্ত্রণেও এই মাছগুলো সাহায্য করে।

হলুদ

হলুদে রয়েছে কারকিউমিন নামক উপাদান। এটি দারুণ উপকারী। স্তন ক্যানসারের ঝুঁকি কিছুটা হলেও কমায় এটি।

লেবু জাতীয় ফল

স্তন ক্যানসার থেকে দূরে থাকতে খাদ্যতালিকায় রাখুন লেবু জাতীয় ফল। লেবুতে রয়েছে প্রচুর ভিটামিন সি, ক্যারোটেনয়েডস এবং অ্যান্টিঅক্সিডেন্ট।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা