1. admin@upokulbarta.news : admin :
  2. bangladesh@upokulbarta.news : যুগ্ম সম্পাদক : যুগ্ম সম্পাদক
  3. bholasadar@upokulbarta.news : বার্তা সম্পাদক : বার্তা সম্পাদক
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :

রাতের আঁধারে শহরের অলিগলি ঘুরে কম্বল দিচ্ছেন এসপি

সহকারী সম্পাদক
  • আপডেট সময় : শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩
  • ১১৪ বার পঠিত

পটুয়াখালী প্রতিনিধিঃ

রাতের আঁধারে পটুয়াখালী শহরের অলিগলি ঘুরে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল দিচ্ছেন পটুয়াখালীর পুলিশ সুপার মো.সাইদুল ইসলাম। শুক্রবার রাতে শহরের বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করেন তিনি।

এর আগে জেলা পুলিশের আয়োজনে শুক্রবার
রাত ১০ টায় বিআইডব্লিউটিএ লঞ্চঘাট এলাকায় ভাসমান দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করেন পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মাঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাজেদুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ প্রশাসন) মোহাম্মদ মাঈনুল হাসান বলেন,‘ এসপি স্যার মানবিক হৃদয়ের মানুষ। এ অঞ্চলে প্রচণ্ড শীত। এ তীব্র শীতের মধ্যে গভীর রাতে শহরের বিভিন্ন স্থানে কম্বল নিয়ে ছুটে যান তিনি। নিজ হাতে তাদের শরীরে কম্বল জড়িয়ে দেন তিনি। এমন মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।’

পুলিশ সুপার মো.সাইদুল ইসলাম বলেন,‘ রাস্তায় যারা শীতে কষ্ট করছে, তাদের পাশে আমি অথবা অন্য কেউ সবারই দাঁড়ানো উচিৎ। ইতিমধ্যে পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশনের সহায়তায় জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চলে অসহায় দুঃস্থ মানুষের মাঝে এ কম্বল বিতরন অব্যাহত আছে। সামনের দিনগুলোতে শীতার্তদের মাঝে উষ্ণতা বিলিয়ে দিতে আরও কাজ করব।’

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা