1. admin@upokulbarta.news : admin :
  2. bangladesh@upokulbarta.news : যুগ্ম সম্পাদক : যুগ্ম সম্পাদক
  3. bholasadar@upokulbarta.news : বার্তা সম্পাদক : বার্তা সম্পাদক
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৯:৩৪ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে চুরির অপবাদ দিয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর রেখে গাড়ি চালকের ক্ষতির চেষ্টা

সহকারী সম্পাদকঃ
  • আপডেট সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৫৭ বার পঠিত
স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হৃদয় নামে এক গাড়ি চালককে চুরির অপবাদ দিয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর রাখার অভিযোগ উঠেছে একই এলাকার তেল ব্যবসায়ী শামীম এর বিরুদ্ধে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর ২০২২) সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত অভিযোগে এমনটি দেখা যায়। অভিযোগ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানার মুসলিম নগর এলাকার নবি হোসেন এর ছেলে শামীম এর তেলের গাড়ির চালক হিসেবে কাজ করতেন একই থানার নয়াপাড়া এলাকার হৃদয়। হঠাৎ তেল চুরির অভিযোগ দিয়ে হৃদয়কে চাকরি থেকে অব্যাহতি দেয় তেল ব্যবসায়ী শামীম। অপবাদ দিয়েই ক্ষান্ত হননি তিনি। হৃদয়ের কাছ থেকে ১০০ টাকা মূল্যের সাদা স্ট্যাম্পের তিনটি কাগজে‌ স্বাক্ষর রাখেন শামীম। বর্তমানে সেই স্বাক্ষর কাজে লাগিয়ে গাড়ি চালক হৃদয়ের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন শামীম।
বিষয়টি সম্পর্কে ভুক্তভোগী হদয় বলেন, দীর্ঘদিন শামীমের তেলের গাড়ি চালকের কাজ করার সময়ে হঠাৎ চাকরি থেকে চুরির অপবাদ দিয়ে অব্যাহতি দেয়। পাশাপাশি ১০০ টাকা মূল্যের সাদা স্ট্যাম্পের তিনটি কাগজে‌ স্বাক্ষর রাখেন। সেই কাগজ এবং স্বাক্ষর ব্যবহার করে আমার ক্ষতি করার চেষ্টা করছেন তিনি।
বিষয়টি সম্পর্কে অভিযুক্ত শামীমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে থানায় দায়েরকৃত অভিযোগের তদন্ত কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক তহিদুজ্জামান বলেন, অন্য একটি মামলার তদন্ত নিয়ে ব্যস্ত আছি ‌। এ বিষয়ে এখনো কোন ব্যবস্থা নেয়া হয়নি। তবে শিঘ্রই তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা