1. admin@upokulbarta.news : admin :
  2. bangladesh@upokulbarta.news : যুগ্ম সম্পাদক : যুগ্ম সম্পাদক
  3. bholasadar@upokulbarta.news : বার্তা সম্পাদক : বার্তা সম্পাদক
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ভোলায় ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা ও ভিশন ২০৪১ বাস্তবায়ন” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচন কেন্দ্র পরিচালনা কমিটির সভা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন এর নির্বাচনি প্রচারণায় জেলা শ্রমিক লীগ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দ্বারাই কৃষকের ভাগ্য পরিবর্তন সম্ভব – এমপি শাওন সুন্দর পৃথিবী আবার দেখতে চায় ফকিরহাটের নামজুল ফকিরহাটে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত ফকিরহাটে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার ভোলায় গাজীপুর চর-মালিক পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু মূলঘরে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে স্বপন দাশের মতবিনিময়

হাঁস-মুরগি পালনে পরিবেশ বান্ধব ঘর পেলেন বোরহানউদ্দিনের ১১১ পরিবার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১৩৮ বার পঠিত
তৈরিকৃত হাঁস মুরগীর ঘর।

হাঁস-মুরগি পালনে পরিবেশ বান্ধব ঘর পেয়ে আনন্দিত বোরহানউদ্দিনের ১১১ সুবিদাভোগী পরিবার। প্রাণীসম্পদ অধিদপ্তর ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) অর্থায়নে, সুফলভোগী ও উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর এর সহযোগিতায় এসব ঘর নির্মিত হয়। গ্রামীণ অনগ্রসর জন গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় তাদেরকে হাঁস-মুরগি পালনের জন্য এসব ঘর প্রদান করা হয়। মূলত প্রাণিজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি, চাহিদা সৃষ্টি, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন নিয়ে কাজ করছে এ প্রকল্পটি। ভোলার বোরহানউদ্দিনে প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা যায়, স্থানীয় জনপ্রতিনিধি সুবিদাভোগীর তালিকা তৈরি করেন। এরপর সুবিদাভোগিদের প্রশিক্ষনের মাধ্যমে কর্মদক্ষতা সৃষ্টি করা হয়। বোরহানউদ্দিন উপজেলার তিনটি ইউনিয়নের ১১১ জন (এলডিডিপি) পিজি সদস্যদের হাঁস – মুরগি পালন করে স্বাবলম্ভী করার লক্ষ্যে প্রত্যেক এলাকার নারীর আয়ের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার উদ্যোগ নেয় এলডিডিপি প্রকল্প। আর এতে অর্থায়ন করেছে বিশ্ব ব্যাংক। বড় মানিকা ৬ নং ওয়ার্ডের উত্তর বাটামারা গ্রামের সুবিদাভোগি বিলকিছ, পারল, রানু, নুর জানহান, নাসরিন বেগম এবং দেউলা ইউনিয়নের রেনু, সালমা,রহিমা, মাইনুর বেগম জানান, প্রকল্পটির মাধ্যমে প্রশিক্ষণ শেষে প্রতিটি শেড ঘর নির্মাণের জন্য তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে দেয়া হয়। যা দিয়ে তাঁরা ভালো করে মুরগি পালনের পরিবেশবান্ধব ঘর নির্মাণ করেন। হাঁস – মুরগির পরিবেশ বান্ধব ঘর, প্রশিক্ষণ এবং উপকরণ পেয়ে তারা খুশি। তাঁরা আরও জানান, আগে মুরগির রোগ-বালাই সম্পর্কে তাদের ভালো ধারণা ছিলা না। এ প্রকল্পের প্রশিক্ষণের মাধ্যমে তাঁরা বিষয়গুলো জানাতে পেরেছে। বড় মানিকা ও দেউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার এবং আসাদুজ্জামান বাবুল বলেন, এর মাধ্যমে গ্রামীণ দরিদ্র নারীসমাজ আয় বৃদ্ধিমূলক কাজে অংশগ্রহন করতে পারবে। ভেটেরিনারি সার্জন ও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কে,এম আসাদুজ্জামান জানান, সুবিদাভোগী নির্বাচিত করার পর তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা দ্বারা গ্রামীণ নারী সমাজ পরিবেশ বান্ধর এসব ঘরে হাঁস- মুরগি লালন-পালন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন । বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি কর্মকতা মো: রায়হান-উজ্জামান বলেন, এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ নারী সমাজ আতœকর্ম সংস্থানের পাশাপাশি দুধ, ডিম ও মাংসের চাহিদা পূরণে ভূমিকা রাখতে পারবে।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা