1. admin@upokulbarta.news : admin :
  2. bangladesh@upokulbarta.news : যুগ্ম সম্পাদক : যুগ্ম সম্পাদক
  3. bholasadar@upokulbarta.news : বার্তা সম্পাদক : বার্তা সম্পাদক
রবিবার, ০৫ মে ২০২৪, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ভোটের মাঠে শক্ত অবস্থানে উপজেলা চেয়ারম্যান প্রার্থী স্বপন দাশ লালমোহনে ব্যবসায়ীকে হুমকি ধামকির অভিযোগ সাতক্ষীরার উন্নয়ন ইস্যুতে ৫এমপিকে এক টেবিলে বসার আহবান নাগরিক কমিটির ভোলার ইলিশা জংশন বাজারে সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত- ৩০ সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইউনুছ এর পৌর ৩নং ওয়ার্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন ভোলা সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী সালেহা চৌধুরী হাঁস প্রতিকে ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন কবি মিনার মনসুর থেকে আমাদের তরুণদের অনেক কিছু শেখার আছে-রেজাউল করিম চৌধুরী বাইউস্টের শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সীমাহীন দুর্ভোগে পটুয়াখালীর গলাচিপার বাংলার চরের মানুষ।।

মোঃ মিজানুর রহমান
  • আপডেট সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ২৫৩ বার পঠিত

পটুয়াখালীর গলাচিপা থানায় অবস্থিত বিচ্ছিন্ন একটি ইউনিয়ন চরবিশ্বাস। ইউনিয়নটির বিচ্ছিন্ন আর একটি অংশের নাম বাংলার চর। থানা সদর হতে ৩০ কি:মি: দুরে চরটির অবস্থান। পুর্ব ও উত্তরে তেতুলিয়া নদী, দক্ষিণে চর মন্তাজ পশ্চিমে চর বিশ্বাস। চরটির সাথে থানা সদরের যেতে হলে দুইটি নদী পার হতে হয় যোগাযোগে সময় লাগে ৪ ঘন্টা। বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ,দু:খ-দারিদ্র্য,ক্ষুধা ও স্বাস্থ্য ঝুঁকির ইউনিয়নয়ের সন্তান ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু। ১৭০০ একর ভূমির চরটিতে বসবাস শুরু হয় ১৯৯৪ সালে।

বাউফল, দশমিনা, চরকাজল ও চর বিশ্বাস সহ বিভিন্ন চর হতে ভুমিহীন লোকজন বসতি স্থাপন করে এই চরে। ৩৫০ পরিবারের চরটিতে রয়েছে একটি মাত্র সরকারী প্রাইমারী স্কুল। ২০০৭ সালে বেসরকারী ভাবে শুরু হওয়া বিদ্যালয়টি থেকে গত বছর ২৫ জন ছাত্র প্রাথমিক সম্পন্ন করলেও চরটিতে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় না থাকায় অনেক ছাত্রই অকালে ঝড়ে পড়ে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক আল আমিন জানান, এ বিদ্যালয়ের গন্ডি পেরিয়ে এ যাবৎ ২৫ জন এসএসসি, ১৩ জন এইএসসি এবং ২ জন ডিগ্রী পাশ করেন। মৎস্য আহরন করে এখানকার লোকজন জীবিকা নির্বাহ করে। ধান, তরমুজ, বাদাম এই চরের অর্থকারী ফসল। চরটিতে বেড়ীবাঁধ না থাকায় আমবস্যা ও পূর্ণিমার স্বাভাবিক জোয়াড়ে ফসলি জমি তলিয়ে যায়। দুই হাজার পাঁচশত লোকের বসবাস চরটিতে রয়েছে একটি মাত্র সাইক্লোন সেল্টার। দুই জন ধাত্রী দ্বারা চলে গর্ভ-প্রসবের মত ঝুঁকি পূর্ণ সেবা। নেই কোন কমিউনিটি ক্লিনিক বা স্বাস্থ্য সেবা কেন্দ্র।

সবচেয়ে বড় বিষয় হলো নদীর গর্ভে জেগে উঠা এই চরে ভূমিহীন পরিবারগুলোর বসতভিটার এখনো হয়নি কোন আইনি বন্দোবস্ত। দখলদারদের মামলায় মাথা গুজার ঠাঁইটুকু এখনও অনিশ্চয়তায়। পদ্মা সেতু, মেট্টোরেল, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে সহ অনেক মেঘা প্রকল্প চলমান যার কোন সুবিধাই ভোগ করতে পারবে না চরবাসী। মামলা নিরসনে স্থায়ী বসবাস, বেড়ীবাঁধ, কমিউনিটি ক্লিনিক এবং মাধ্যমিক বিদ্যালয় চরবাসীর চাওয়া।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা