1. admin@upokulbarta.news : admin :
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৭ পূর্বাহ্ন

বোরহানউদ্দিনে শিক্ষক সম্মাননা ও পুরস্কার বিতরণ 

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ১৩৪ বার পঠিত
সম্মাননা গ্রহণ করছেন সাবেক প্রধান শিক্ষক আব্দুল অদুদ।
বোরহানউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষকদের সম্মাননা, বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন এবং শিক্ষার্থীদের ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে উদ্দীপনা প্রদান উপলক্ষে শিক্ষক সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার (২৩ জুলাই) দুপুরে পৌরসভার হলরুমে বোরহানউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নুরুন্নাহার বেগম এর  সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র ও উপজেলা আ’ লীগ সম্পাদক মো: রফিকুল ইসলাম। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোবাশ্বির হাসান শিপনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অফিসার হীরামন বৈদ্য,সাবেক প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল অদুদ,আবদুল হাই, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাহবুবুর রহমান,সম্পাদক আব্দুর রহমান নান্নু, প্রয়াত শিক্ষকের সন্তান জাকির হোসেন, আশ্রাফ হোসেন প্রমুখ।অনুষ্ঠান শেষে প্রয়াত শিক্ষকের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে দোয়া মুনাজাত করা হয়। এরপর ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে প্রধান অতিথি ফিতা কেটে বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্ণার ও শেখ রাসেল কর্ণার উদ্বোধন করেন।
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা