ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আয়োজনে সংগঠনটির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (২২ মে) বেলা সাড়ে ১১টায় ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে কেক কেটে অনুষ্ঠানের শুভ সুচনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। এসময় আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক শেখ আ. গফ্ফার ও সদস্য সচিব সাহা দেব বর্মনসহ মৎস্যজীবী লীগের ২১ সদস্যের কমিটি, উপজেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদসহ উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বপন দাশ বলেন, স্বনির্ভির বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী নেতৃত্বে একযোগে আমরা যেমন কাজ করছি, তেমনি যারা ১/১১ সরকারের মতো অবস্থা সৃষ্টির পায়তারা করছে তাদের প্রতিহত করতে হবে।