মোঃ জাহাঙ্গীর আলমঃ
আধুনিক সমাজে সবচেয়ে বড় সমস্যা একাকীত্ব! টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে শুধু একাকীত্ব গোছানোর মানুষ নেই!
ছোট বেলায় দেখতাম মানুষ মানুষে কত একটা মেলামেশা ছিলো! এখন কিছু নেই! ঈদ কোরবানেও এখন আর সেই আমেজ নেই! শহরের কথা কি আর বলবো! কাছে থেকেও যেনো অচেনা!
মনে হচ্ছে খুব কাছাকাছি আছি কিন্তু সবাই কাছে থেকেও অনেক দূরে সরে গেছি আমরা!
ফেসবুকের চ্যাট খুললেই সব আপন বন্ধুরা নীল হয়ে জ্বলজ্বল করছে কিন্তু খবর নেওয়া হয়না কারণ এমন খবর নিয়ে কি হবে! যে খবরে গায়ের গন্ধ পাওয়া যায় না!
আমি এখন সমাজে একাকী মরে যাওয়া বাবা/মা গুলোকে দেখি! যারা মরে যাওয়ার খবরে তার সন্তানরা দেশে আসতে পারে না।
ইউরোপ ল্যাটিন আমেরিকার কোন দেশ থেকে ভিডিও কলে বাবা মা’র শেষ বিদায় অবলোকন করে! জীবন এখন দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না!