1. admin@upokulbarta.news : admin :
মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৪:৩১ অপরাহ্ন

লালমোহ‌নের গজা‌রিয়ায় অ‌গ্নিকা‌ণ্ডে ৪ টি দোকান পু‌ড়ে ছাই।

‌ভোলা প্র‌তি‌নি‌ধি
  • আপডেট সময় : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ১২২ বার পঠিত

লাল‌মোহ‌নের গজা‌রিয়ায় অ‌গ্নিকা‌ণ্ডে ৪টি দোকান পু‌ড়ে ছাই হ‌য়ে‌ গে‌ছে । এতে দোকান ঘরসহ প্রায় প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষয় ক্ষ‌তি হ‌য়ে‌ছে। আজ দুপু‌রে হঠাৎ ক‌রে আগুন লে‌গে দোকা‌নে থাকা শীত বস্ত্র ও মু‌দি মালামাল পু‌ড়ে যায়। গজা‌রিয়া বাজায় ইউ‌নিয়ন প‌রিষদ ভবনের পাশ্ববতী গুদাম ঘ‌রে অ‌গ্নিপা‌তের সূচনা হয়।

প্রাথ‌মিকভা‌বে বাজার এলাকার জনসাধারণ আগুন নিভা‌বোর চেষ্টা কর‌লেও তা‌রা আগুন নেভা‌তে পা‌রে নি। পরবর্তীতে উপ‌জেলা শহর লাল‌মোহন থে‌কে ফায়ার সা‌র্ভি‌সের দু‌টি ইউ‌নিট এ‌সে ঘণ্টাখা‌নেক চেষ্টার পর আগুন নেভা‌তে সক্ষম হয়। অ‌গ্নিকা‌ণ্ডের সূত্রপাত সম্প‌র্কে জানা না গে‌লেও উপ‌স্থিত জনসাধার‌ণের ধারণা বিদ্যু‌তের শর্টসা‌র্কিট থে‌কে অ‌গ্নিকা‌ন্ডের সূত্রপাত হ‌তে পা‌রে।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা