স্টাফ রিপোর্টারঃ
আত্মা মানবতার সেবায় সামাজিক উন্নয়নে মানবতার কল্যানে নিবেদিত প্রাণ মানবতার ফেরিওয়ালা গাজী সোহেল রানার প্রতিষ্ঠাতা মানব সেবার উদ্যােগে ২১ এপ্রিল বিকেলে হাজীগঞ্জ এম সার্কাস এলাকায় সুবিধা বঞ্চিত অসহায় দারিদ্র পরিবারের মাঝে গরুর মাংস ও মুরগি বিতরণ।
“সেবাই আমার কাজ” এই স্লোগানকে সামনে রেখে গাজী সোহেল রানার নেতৃত্বে নিরবিচ্ছিন্ন ভাবে এগিয়ে যাচ্ছে মানব সেবা সংগঠন।
সমাজ সেবক মেজবাহ উদ্দিন খন্দকার , হাজ্বী হালিম বেপারী, মো মজিবুর রহমান, মো আমির হোসেন, মো সাখাওয়াত হোসেন খান, মো নিমান ( প্রবাসী) ইমামা হাসানের সার্বিক সহযোগিতায় ১০০ শত দারিদ্র্য পরিবারের মাঝে গরুর মাংস ও মুরগি বিতরণ করা হয়েছে।
এসময় গাজী সোহেল রানা বলেন আমি আল্লাহকে খুশি করার জন্যই চেষ্টা করে যাচ্ছি কবুল করার মালিক আল্লাহ। আমার এই চেষ্টা অব্যহত থাকবে।