1. admin@upokulbarta.news : admin :
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটের শান্তি ও সমৃদ্ধি কামনা করে স্বপন দাশের প্রচার শুরু চরফ্যাশনে ভিকটিমকে নির্যাতনের অভিযোগ উঠেছে ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এর বিরুদ্ধে আদালতের আদেশ মানতে গড়িমসি করছেন খুলনা বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক রবিউল আলম বাইউস্টে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত Sustainability with Profitability is Possible-Rezaul Karim Chowdhury লালমোহনে পূর্ব শত্রুতার জের ধরে মারপিট আহত ১ ২০২৪-২৫ বাজেটে সব ধরনের তামাকপণ্যের কর ও মূল্য বৃদ্ধির দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন মোহনপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন লালমোহনে ৪৮০ টাকা পাওয়ানাকে কেন্দ্র করে মারপিট আহত ৬ শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

অসত্য মিথ্যা বানোয়াট মনগড়া নিউজের বিরুদ্ধে প্রতিকার চেয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন দৈনিক আজকের নীল কন্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও রেমিট্যান্স যোদ্ধা কামাল প্রধান

সহকারী সম্পাদকঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১৩৩ বার পঠিত
স্টাফ রিপোর্টারঃ গত ১২ এপ্রিল বুধবার নারায়ণগঞ্জে স্থানীয় কয়েকটি পত্রিকা অসত্য মিথ্যা বানোয়াট মনগড়া নিউজ প্রকাশ করায় দৈনিক আজকের নীল কন্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও রেমিট্যান্স যোদ্ধা কামাল প্রধান ১৩/০৪/২৩ রোজ বৃহস্পতিবার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে স্থানীয় থানাকে তদন্ত করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। মোকদ্দমা নং ১৮৬/২৩ , উল্লেখ যে গত ১২ তারিখ বুধবার নারায়ণগঞ্জের স্থানীয় কয়টি পত্রিকায়
কামাল প্রধানের বিরুদ্ধে প্রশাসনের বিভিন্ন স্তরে কোটি টাকা আত্মসাতের অভিযোগ এই শিরোনামে  নিউজ করেন। কামাল প্রধান বলেন সাংবাদিকতা হচ্ছে একটি মহৎ পেসা বর্তমান সেই পেসায় ধান্দাবাজরা ভরে গেছে। যাদের মাধ্যমে পাঠক চায় গঠন মূলক নিউজ, আর এই সমস্ত কিছু নামধারী সাংবাদিক এই পেশাকে নষ্ট করে দিচ্ছে। যে পত্রিকা গুলোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, ১) দৈনিক অপরাধ রিপোর্ট, ২) দৈনিক সচেতন, ৩) দৈনিক রুদ্র কন্ঠ ৪)  দৈনিক ইয়াদ, ৫) দৈনিক ড্যান্ডি বার্তা। কামাল প্রধান প্রকাশিত সংবাদের  তীব্র নিন্দা জানিয়ে বলেন বর্তমান সমাজে সামান্য কিছু টাকাও এমনেতেই কেউ কাউকে  দেয় না সেখানে আমার বিরুদ্ধে কোটি টাকার ভূয়া নিউজ প্রকাশ করেছে । আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আদালতে এই পাঁচ পত্রিকার বিরুদ্ধে মানহানিকর মামলা করা হয়েছে।
 কামাল প্রধান আরো বলেন শহরে নাম মাত্র কিছু পত্রিকা আছে যাদের কাজই চাঁদাবাজি ধান্দাবাজি করা।  এই সমস্ত পত্রিকা কোন তথ্যের ভিত্তিতে এ ধরনের মনগড়া ভূয়া অসত্য নিউজ প্রকাশ করেছে যা আইন সম্মত নয়। নিউজে যাদের রেফারেন্স দিয়ে নিউজ ছাপানো হয়েছে তাদের মধ্যে বন্দর নবীগঞ্জের রোবেল (৪২) পিতা ফকির চাঁন, তিনি দুই লাখ টাকা রেজিস্ট্রি বায়না করেছেন ৩ শতাংশ জমি ক্রয় বাবদ। রুবেলের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে দুটি মামলা চলমান রয়েছে। ১৯১/২৩, ১৩২/২৩, আনিসুর রহমান (৪৫) পিতা মৃত আঃ হাকিম মিয়া, সাং তল্লা কায়েম পুর, সে ২০০৭ সালে কামাল প্রধানের নিকট থেকে  কুশিয়ারা মৌজার ৪ শতাংশ জমি ক্রয় করেন। পরবর্তিতে আনিসুর রহমানের সাথে জমি ক্রয় বিক্রয় নিয়ে উভয় পক্ষের মধ্যে ঝামেলা হলে আনিস বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত বন্দর কোটে মামলা করেন মোকদ্দমা নং ০৫/২০১১ বিজ্ঞ আদালত অনিয়মের কোন সত্যতা না পাওয়ায় ২০৩ ধারায় মামলাটি খারিজ করে দেন।
তার পর আনিস আরো দুটি মামলা দায়ের করেন বিজ্ঞ যুগ্ন জেলা জজ ১ম আদালতে দেওয়ানি ১৪২/২০১২ , এবং ফৌ: ৪৫/(১০) ১৯ উক্ত দুটি মামলা চলমান আছে এবং কামাল প্রধান স্থায়ী জামিনে আছেন। অন্য দিকে, মিনার বাড়ী বন্দর থানার মনির হোসেন ও কামাল প্রধান উভয় মামলা দায়ের করেছেন আদালতে যা চলমান রয়েছে। আবুল হাসেম ও সোহেল রানা ইতি মধ্যে কামাল প্রধানের দায়ের করা মামলায় হাজত বাস করেছেন। এখন প্রশ্ন হলো যেখানে রাষ্ট্রের সর্বোচ্চ আদালতে মামলা বিচারাধীন সেখানে ৪/৫ বসর আগের মামলায় সাংবাদিকরা বর্তমান মে ভাবে নিউজ করতেছে মনে হয় তাড়া বিচার বিভাগ কিনে নিয়েছে। আইনে আছে যার বিরুদ্ধে যে কোন মামলা যতখন আদালত কর্তৃক দোষী সাব্যস্ত না হবে ততক্ষণ তাকে খারাপ বলা যাবে না। যেহেতু উভয় পক্ষের মধ্যে মামলা চলমান রয়েছে অত এব এই বিষয়ে অতি উৎসাহী হয়ে পত্রিকায় কিছু লিখা মানে আদালতকে অবমাননা করা। যেহেতু আদালত এখন পর্যন্ত কোন রায় প্রদান করেননি।
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা