1. admin@upokulbarta.news : admin :
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বোরহানউদ্দিনে শান্তি ও উন্নয়ন সমাবেশে মানুষের ঢল ফকিরহাটে বিনামূল্যে ৫ দিনের জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প ফকিরহাটে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা লালমোহনে নাগরিক সংবর্ধনায় এমপি শাওন: নৌকার বিজয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বাগেরহাট-১ আসনে শেখ হেলাল উদ্দীনের মনোনয়নপত্র জমা দিলেন স্বপন দাশ বহুমুখী কল্যাণকর কাজে নিয়োজিত তরুণ সংগঠক জহিরুল ইসলাম কালীগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণ সংক্রান্ত ডর্‌প এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের ওয়ার্ড প্রতিনিধি সভা অনুষ্ঠিত ফকিরহাটের পিলজঙ্গ ইউপির উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত ফকিরহাটের নলধা মৌভোগ ইউপির উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রেসক্লাব ও স্মৃতি পরিষদের উদ্যোগে জাতীয় গণহত্যা দিবস পালিত

সহকারী সম্পাদকঃ
  • আপডেট সময় : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৯৮ বার পঠিত

মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহীঃ
জাতীয় গণহত্যা দিবস পালন করেছে রাজশাহী প্রেসক্লাব ও উত্তরবঙ্গের সর্ববৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। শনিবার (২৫ মার্চ) বিকেল ৪টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব চত্বরে সংগঠন দুটির আয়োজনে এক স্মরণ সমাবেশের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

সংগঠন দুটির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য দেন- রাজশাহী বারের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সিরাজী শওকত সালেহীন এলেন, বিশিষ্ট পরিবেশবিদ কাজী রকিব উদ্দিন, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দিন মিন্টু, সাবেক ছাত্রনেতা আব্দুল মুগনী নীরো প্রমুখ।

সমাবেশের শুরুতে উপস্থিত সকলে শহীদদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর বক্তব্য প্রদানকালে অতিথিরা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে দেশের বিভিন্ন এলাকার পাশাপাশি রাজশাহীতেও হত্যাযজ্ঞ চালায় পাক হানাদার বাহিনী। অনেকে শহীদ হন। তাদের অবদান জাতি যুগযুগ মনে রাখবে। বক্তারা বলেন, সর্বপ্রথম রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতির দাবি জানায়। এর পরিপ্রেক্ষিতে জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয় সরকার। শহীদ হওয়া সকল শহীদের তালিকা প্রণয়ন করে তা রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা দরকার।

এ দিনের সমাবেশে মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের যুগ্ম সম্পাদক মো. সেলিম, প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান, সিনিয়র সদস্য মাজেদুর রহমান, ২৫ নম্বর ওয়ার্ড আহবায়ক ইউসুফ আলী, সদস্য আল-আমিন হোসেন, সাগর নোমানী, মো. টিটো, আরিফুল ইসলাম, মো. রাজন, মিজানুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা