1. admin@upokulbarta.news : admin :
বুধবার, ২২ মার্চ ২০২৩, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু বোরহানউদ্দিনে তরমুজের বাম্পার ফলন ফকিরহাটে আরো ৭৫ পরিবার পেল নিজের ঠিকানা ভোলা কলেজে ফ্রিল্যান্সিং এন্ড স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক কর্মশালা শেখ হাসিনা ক্ষমতায় আসলে মানুষের ভাগ্য উন্নয়ন হয়-এমপি শাওন ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজে পুরস্কার বিতরণ ফকিরহাট কলকলিয়া জিসি মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন আজিমউদ্দিন লিটন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি” নির্বাচিত কুয়াকাটায় বিভাগীয় জয়েন্ট নিডস অ্যাসেসমেনন্ট গ্রুপের প্রশিক্ষণ শুরু অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রচারে লালমোহন পৌর মহিলা লীগের উঠান বৈঠক

ফকিরহাট কাজি আজহার আলী কলেজে সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উদযাপন

যুগ্ম সম্পাদক
  • আপডেট সময় : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ২৩ বার পঠিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট ঐতিহ্যবাহী কাজি আজহার আলি কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫০বছর পূতি সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উদযাপিত হয়েছে।
শনিবার (১৮ মার্চ) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিনব্যাপি অনুষ্ঠানের শুরু হয়। পরে পতাকা উত্তোলন শেষে বেলুন, ফেষ্টুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন। তিনি বলেন জনগন যাতে সকল সুযোগ-সুবিধা ভোগ করতে পারে তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তা বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমান সরকার উন্নয়নের ধারাকে অব্যাহত রেখেছেন। প্রতিটি কাজ দৃশ্যমান। পদ্মা সেতু ও মেট্রোরেল সহ দেশে অনেক উন্নতি হয়েছে।
বাগেরহাট জেলা প্রশাসক ও অত্র কলেজের সভাপতি মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো: মাইন উদ্দিন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চেীধুরী, বাগেরহাট জেলা পুলিশ সুপার কেএম আরিফুল হক, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পুনর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, সর্বণজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাওয়াদার মুজিবুর রহমান প্রমূখ।
এসময় বিভিন্ন জনপ্রতিনিধি, শিক্ষক, প্রাক্তণ শিক্ষার্থী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এদিন সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এরপূর্বে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ফকিরহাট নবনির্মিত ফায়ার সার্ভিস স্টেশন শুভ উদ্বোধন করেন। এছাড়া কাজি আজহার আলি কলেজের বঙ্গবন্ধু একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন ও কলেজ চত্ত্বরে গাছের চারা রোপন করেন।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা