1. admin@upokulbarta.news : admin :
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বোরহানউদ্দিনে শান্তি ও উন্নয়ন সমাবেশে মানুষের ঢল ফকিরহাটে বিনামূল্যে ৫ দিনের জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প ফকিরহাটে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা লালমোহনে নাগরিক সংবর্ধনায় এমপি শাওন: নৌকার বিজয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বাগেরহাট-১ আসনে শেখ হেলাল উদ্দীনের মনোনয়নপত্র জমা দিলেন স্বপন দাশ বহুমুখী কল্যাণকর কাজে নিয়োজিত তরুণ সংগঠক জহিরুল ইসলাম কালীগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণ সংক্রান্ত ডর্‌প এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের ওয়ার্ড প্রতিনিধি সভা অনুষ্ঠিত ফকিরহাটের পিলজঙ্গ ইউপির উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত ফকিরহাটের নলধা মৌভোগ ইউপির উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত

ভোলায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে ঘর উত্তোলনের অভিযোগ

সহকারী সম্পাদকঃ
  • আপডেট সময় : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৬৯ বার পঠিত

ভোলায় ছাত্রলীগনেতা  ইব্রাহিম ফরাজি বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে ঘর উত্তোলনের অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজির বিরুদ্ধে। ক্ষমতার দাপট দেখিয়ে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই ঘর নির্মাণ করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী আব্দুল মালেক গংরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে পূর্ব ইলিশা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চর ইলিশা গ্রামের রাস্তার মাথার এলাকার বাসিন্দা আব্দুল হাসিম ও সাদেক জমাদার গংদের সাথে আব্দুল জলিল, ইব্রাহিম ফরাজী, শাহাবুদ্দিন সিকদার, সাদ্দাম শিকদার ও কালু মিয়া গংদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে অনেক দিন ধরে। শেষ পর্যন্ত বিষয়টি আদালতে গড়ায়। এর প্রেক্ষিতে বিরোধপূর্ণ জমিতে স্থাপনা নির্মাণের ওপর নিষেধাজ্ঞা জারি করেন আদালত। কিন্তু সে নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে ঘর নির্মাণ এর কাজ চালিয়ে যাচ্ছেন ইব্রাহিম ফরাজি গংরা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিরোধপূর্ণ জমিতে নতুন একটি ঘর নির্মাণ করা হচ্ছে। সেখানে বর্তমানে ছাদ ঢালাই এর কাজ চলমান রয়েছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে সাংবাদিকদের উপস্থিতি দেখে অভিযুক্ত ইব্রাহিম ফরাজীরা আদালতের নিষেধাজ্ঞা সম্পর্কে অবগত নয় বলে সাংবাদিকদের জানান এবং সাথে সাথে আর কাজ করবে না বলেও সাংবাদিকদের আশ্বস্ত করেন।

কিন্তু তার কিছু সময় পরই সাংবাদিকরা ঘটনা স্থল ত্যাগ করলে আবারও আদালতের নিষেধাজ্ঞা দেওয়া সেই বিরোধপূর্ণ জমিতে ছাদ ঢালাই এর কাজ শুরু করেন। কাজ করছে এর প্রমাণস্বরূপ চলমান কাজের ভিডিও ধারণ করতে গেলে ইব্রাহিম ফরাজি গংরা অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে আব্দুল মালেক গংদের দুই নারী সহ তিন জনকে গুরুতর আহত করেন। আহতরা বর্তমানে ভোলার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত ইব্রাহিম ফরাজী সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তার ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ শাহীন ফকির জানান এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা