1. admin@upokulbarta.news : admin :
মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ০৪:৪৪ অপরাহ্ন

প্রশান্তির জলযান বরগুনা টু ঢাকার নৌ পথে এম ভি রাজার হাট বি

যুগ্ম প্রকাশক
  • আপডেট সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৯১ বার পঠিত
প্রশান্তির জলযান বরগুনা টু ঢাকার নৌ পথে “এম ভি রাজার হাট বি
মোঃ আসাদুজ্জামান-

 

দক্ষিণ জনপদের মানুষের আরাম প্রিয় জলযান লঞ্চ কে মানুষ বেছে নিয়েছেন সেই বহুযুগ আগে থেকেই। সভ্যতার উন্নতির সাথে সাথে প্রযুক্তি ও কলাকৌশলের ও বেড়েছে ব্যাপক ব্যবহার।
এসবের সাথে পাল্লা দিয়ে যুগের সাথে তালমিলিয়ে মানুষের নিত্যনতুন আরাম ও ভোগবিলাসী জীবন যাপনের কৌশল রপ্ত
করেছেন প্রতিনিয়ত।জলপথে এসব আরাম আয়েশের সু ব্যবস্থা প্রদানে দক্ষিণ অঞ্চলের মানুষের নিত্যদিনের সঙ্গী হিসেবে ঢাকা টু বরগুনার মানুষের আস্থাশীল এক জলযান এম ভি রাজার হাট বি নামক লঞ্চটি। তিন তলা বিশিষ্ট এ লঞ্চটিতে সেবার জন্য যুক্ত করা হয়ে
ছে ৪টি ভি, আই,পি কেবিন, ৪টি ফেমিলি কেবিন, ২১ টি সিঙ্গেল কেবিন, ৩৮ টি ডাবল কেবিন।
উন্নত প্রযুক্তির ইঞ্জিন চালিত এই লঞ্চে যাত্রী সেবায় নিয়োজিত ২৯ জন স্টাফ সার্বক্ষণিক সেবাপ্রদানে ব্রত থাকছে। অত্যন্ত সুন্দর ও সুনিপুণ কারুকাজ দ্বারা নির্মিত লঞ্চটির সত্ত্বাধিকারী মঠবাড়িয়া উপজেলা দাউদখালী ইউনিয়নের বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মোঃ মাসুম খান।
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা