1. admin@upokulbarta.news : admin :
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১১:০৩ পূর্বাহ্ন

ফকিরহাটে মন্দিরে ব্রিটিশ আমলের মূল্যবান মুর্তি চুরি

যুগ্ন সম্পাদকঃ
  • আপডেট সময় : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৯ বার পঠিত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজঙ্গ দক্ষিনপাড়ার একটি পারিবারিক মন্দিরে চুরি সংঘঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ই ফেব্রæয়ারি) দিবাগত রাতে কোন এক সময় হরিপদ দাশের পুত্র নারায়ন চন্দ্র দাশের বাড়িতে চুরির ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী নারায়ন চন্দ্র দাশ বলেন, ‘চোরেরা মন্দিরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ব্রিটিশ আমলের ১০টি পিতলের মূল্যবান মূর্তি, পিতলের ঘন্টা, জাহাজ ও পূজার বিভিন্ন সমগ্রীসহ প্রায় দেড় লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে।’ তিনি আরও জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁরা প্রতিদিনের ন্যায় পূজা-অর্চনা শেষে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে জেগে মন্দিরের গেট খোলা দেখতে পান। এসময় তিনি ও পরিবারের অন্যান্য সদস্যরা মন্দিরে থাকা ব্রিটিশ আমলের ১০টি পিতলের মূল্যবান মূর্তি, পিতলের ঘন্টা, জাহাজ ও পূজার বিভিন্ন সমগ্রী না দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান ঘটনার সত্যত্যা নিশ্চিত করে জানান, উর্দ্ধতন পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেছেন। এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগে দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা