জেএম.মমিন, স্টাফ রিপোর্টারঃ
ভোলার বোরহানউদ্দনে সারও বীজের সুষ্ঠু ব্যবস্থাপনা ও মনিটরিং এর লক্ষ্যে ডিলার ও খুচরা বিক্রেতাদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা হয়েছে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বোরহানউদ্দিনের আয়োজনে নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক বলেন,সরকারের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদের ব্যবসা করতে হবে।তিনি আরো বলেন,সার বিক্রিয়ের সময় কৃষকদের কে বিক্রয় রশিদ দিতে হবে।লালসালুতে মূল্য তালিকা সাটাতে হবে।ডিলারদের বিক্রির রেজিস্ট্রার নিয়মিত হালনাগাত রাখতে হবে। বিসিআইসি ও বিএডিসি ডিলারগন সার উত্তোলনের পর কৃষি অফিসকে আগমনী বার্তা দিতে হবে।