1. admin@upokulbarta.news : admin :
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩১ পূর্বাহ্ন

লালমোহনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

সম্পাদকঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ৬০ বার পঠিত

সালমা জাহান বুলু, লালমোহনঃ

নানা আয়োজনের মধ্যেদিয়ে ভোলার লালমোহনে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন’র নেতৃত্বে সকাল ৬টায় লালমোহন উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন দলীয় নেতাকর্মীরা।

এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পঘ্য অর্পন করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মিলাদ দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহ-সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন, যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌর আওয়ামী লীগের আহ্ববায়ক সফিকুল ইসলাম বাদল, যুগ্ম-আহ্বায়ক মঞ্জু তালুকদার, আনম শাজ জামাল দুলাল, কৃষক লীগের সভাপতি মোঃ মোখলেছ বকসী, পৌর মহিলা লীগের আহ্ববায়ক সালমা জাহান বুলু, যুগ্ম-আহ্বায়ক পারভীন আক্তার, পৌর যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমূখ।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা