1. admin@upokulbarta.news : admin :
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোরহানউদ্দিনে শান্তি ও উন্নয়ন সমাবেশে মানুষের ঢল ফকিরহাটে বিনামূল্যে ৫ দিনের জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প ফকিরহাটে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা লালমোহনে নাগরিক সংবর্ধনায় এমপি শাওন: নৌকার বিজয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বাগেরহাট-১ আসনে শেখ হেলাল উদ্দীনের মনোনয়নপত্র জমা দিলেন স্বপন দাশ বহুমুখী কল্যাণকর কাজে নিয়োজিত তরুণ সংগঠক জহিরুল ইসলাম কালীগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণ সংক্রান্ত ডর্‌প এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের ওয়ার্ড প্রতিনিধি সভা অনুষ্ঠিত ফকিরহাটের পিলজঙ্গ ইউপির উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত ফকিরহাটের নলধা মৌভোগ ইউপির উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত

কক্সবাজারে জেলে পরিবারের নারীরা শিক্ষায় এগিয়ে,স্টাডি প্রতিবেদন প্রকাশ

প্রকাশকঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১২৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

সুইজ ব্যুরোর অর্থায়নে  বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডোশন আয়োজনে  কক্সবাজার সদরের খুরুশকুল ও   পোকখালী জেলে পরিবারের বিভিন্ন বিষয়ে জরিপ করা হয় যা স্টাডি প্রতিবেদন করার জন্য  অদ্য (২৭ ডিসেম্বর)  বুধবার কক্সবাজার সদর উপজেলা হলরুমে সকাল ১০টায়  অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার  সদর উপজেলা নির্বাহী অফিসার  মো: জাকারিয়া ,স্বাগত বক্তব্য রাখেন কোস্ট ফাউন্ডেশনের আঞ্চলিক টিম লিডার  জাহাঙ্গীর হোসেন। সার্বিক সহযোগিতা করেন কোস্ট ফাউন্ডেশনের মনিটরিং অফিসার মোঃ মনিরুজ্জামান।

কর্মশালায়  সভাপতিত্ব  করেন কক্সবাজর সদর  উপজেলা সিনিয়র মৎস্য  কর্মকর্তা  তারাপদ চৌহান, বিশেষ  অতিথি হিসাবে ছিলেন কক্সবাজার সদর উপজেলার  কৃষি কর্মকর্তা  ফিরোজা বেগম, প্রাণী সম্পদ কমর্কতা সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকউল্লাহ, ইউপি সদস্য  লুৎফর রহমান ও  মোঃ কামরুল ইসলাম, রোকসানা রুপা সহ জেলে , আড়ৎতার, শিক্ষক, ছাএ- ছাএী, সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধি  সহ ৩৫ জন নারী সদস্য অংশগ্রহন করেন ।

কমর্শালার উদ্দেশ্য এবং স্টাডি প্রতিবেদন মাল্টিমিডিয়ায় উপস্থাপন করেন প্রকল্পের   প্রজেক্ট অফিসার  সোহেল মাহমুদ।

ভোলা, কক্সবাজার এবং বাগেরহাট  জেলা ৯০০ শত জেলে পরিবারের  আর্থ-সামাজিক অবস্থান, জীবন -মান  ইত্যাদি বিষয়ে সমক্ষধারণা পাওয়া এবং পরবতী কার্যক্রম গ্রহণের উদ্দেশ্যে এ স্টাডি করা হয়েছে।

প্রধান অতিথি  কক্সসবাজার দর উপজেলা নির্বাহী অফিসার  মো: জাকারিয়া  উপস্থিত সকলকে  শুভেচ্ছা জানিয়ে বলেন, কোস্ট প্রকল্পের মাধ্যমে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ও পোকখালী ইউনিয়নের  জেলে পরিবার  নিয়ে একটি স্টাডি করেছে।

আবার উপজেলায়  বিভিন্ন সেক্টরের স্টেকহোল্ডারদের নিয়ে কর্মশালা  আয়োজনের মাধ্যমে খসড়া স্টাডি প্রতিবেদনটি উপস্থাপন  করেছে,আমরা যার যার মত করে মতামত দিতে পেরেছি।

কোস্ট ফাউন্ডেশনের  প্রতিনিধিদেরকে অনুরোধ করছি  এই স্টাডিটি  ওয়েবসাইডে দিতে পারলে ভালো হবে। কারন আমরাও সময় সময় প্রয়োজনে দেখতে পারবো। যেহেতু বাংলাদেশ ডিজিটাল , সেহেতু সকল প্রতিষ্ঠানের কার্যক্রম ওয়েবসাইডে থাকা বাঞ্চনীয়।

প্রজেক্ট অফিসার সোহেল মাহমুদের সঞ্চালনায় কমর্শালায় জেলে পরিবারের শিক্ষা, স্বান্থ্য, সেবা,জীবন যাএারমান এর তথ্য   কমর্শালায় স্টাডি প্রতিবেদন  জানা যায় কক্সবাজার জেলে পরিবারের নারীগন শিক্ষায় ও বিকল্প কর্ম সংস্থানে এগিয়ে রয়েছে।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা