1. admin@upokulbarta.news : admin :
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফকিরহাটের শান্তি ও সমৃদ্ধি কামনা করে স্বপন দাশের প্রচার শুরু চরফ্যাশনে ভিকটিমকে নির্যাতনের অভিযোগ উঠেছে ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এর বিরুদ্ধে আদালতের আদেশ মানতে গড়িমসি করছেন খুলনা বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক রবিউল আলম বাইউস্টে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত Sustainability with Profitability is Possible-Rezaul Karim Chowdhury লালমোহনে পূর্ব শত্রুতার জের ধরে মারপিট আহত ১ ২০২৪-২৫ বাজেটে সব ধরনের তামাকপণ্যের কর ও মূল্য বৃদ্ধির দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন মোহনপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন লালমোহনে ৪৮০ টাকা পাওয়ানাকে কেন্দ্র করে মারপিট আহত ৬ শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

শেখ হাসিনার অদম্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ’

যুগ্ম সম্পাদকঃ
  • আপডেট সময় : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৮৮ বার পঠিত

ইমাম খাইর, কক্সবাজার
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষে (কউক) নিয়োগকৃত আরো ১৬ জন কর্মকর্তা ও কর্মচারী যোগদান করেছেন।
শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কউকের মাল্টিপারপাস হলে তাদের পরিচিতি অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন।
তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অদম্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। দেশকে আরো এগিয়ে নিতে যে যার অবস্থান থেকে সততা ও দক্ষতার সঙ্গে হবে।’
নতুন নিয়োগপ্রাপ্তদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘জীবন শেষ হয়ে যাবে, কিন্তু তোমাদের আন্তরিকভাবে রেখে যাওয়া কাজগুলো থেকে যাবে। তাই পরিশ্রমের সঙ্গে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। জনগণের জন্য কাজ করতে হবে। কারণ এই দেশটা আমাদের সবার। সম্মিলিত প্রচেষ্টায় দেশকে এগিয়ে নেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য।’
সভাপতির বক্তব্যে কউক চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার বলেন, ‘৩০ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত আমাদের এই লাল-সবুজের বাংলাদেশ। এই বিজয়ের মাসে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন। তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার দিচ্ছেন সুন্দর ও উন্নত দেশ।’
তিনি আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারের উন্নয়নের রূপকার। তার আন্তরিক প্রচেষ্টায় কক্সবাজারে বিশাল কর্মযজ্ঞ চলছে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে কক্সবাজারকে পরিকল্পিতভাবে সাজিয়ে তোলা আমাদের সকলেরই দায়িত্ব।’
নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে কক্সবাজারের জন্য তথা দেশের জন্য কাজ করার আহ্বান জানান কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আবছার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চট্টগ্রাম বিভাগ) মো: আবুল খায়ের, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) লে: কর্নেল মো: খিজির খান, কউক এর সচিব (উপসচিব) আবু জাফর রাশেদ, কক্সবাজার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: শাহজাহান ও কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ) মো. নাসিম আহমেদ।
এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন প্রকল্পসমূহ পরিদর্শন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন। প্রকল্পসমূহের অগ্রগতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং বাস্তবায়নের কাজ আরো ত্বরান্বিত করার দিক-নির্দেশনা দেন।
এছাড়া তিনি কক্সবাজারে দেশী-বিদেশী পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যে পর্যটন শিল্পের বিকাশ এবং কক্সবাজারকে একটি দৃষ্টিনন্দন শহর হিসেবে গড়ে তোলার জন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ভবিষ্যতে বাস্তবায়ন করা হবে এমন স্থানসমূহ পরিদর্শন করেন এবং পর্যটনকে প্রমোট করার জন্যও দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা