স্টাফ রিপোর্টার: এলডিপির নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে ১৬ ডিসেম্বর সকাল ৯ টায় বন্দর সমর ক্ষেত্র শহিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
এলডিপির নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম তালুকদার রিপনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর সহ সভাপতি মো মোক্তার হোসেন।
প্রধান অতিথি বলেন, আমাদের মুক্তিযুদ্ধের ঘোষনাপত্রে মানুষের সাম্য, সামাজিক সুবিচার এবং মানবিক মর্যাদা নিশ্চিত করার কথা বলা হয়েছে। অথচ, স্বাধীনতার ৫০ বছর পরও আমরা জনগণের সেই অধিকার নিশ্চিত করতে পারি নাই। আজ সাম্য তো দূরের কথা, একদিকে, একটি গোষ্ঠীর নিকট সম্পদের পাহাড় গড়ে উঠেছে। আরেকদিকে, খেটে খাওয়া মানুষ, স্বল্প আয় ও নিম্ন মধ্যবিত্তের মানুষের জীবন আজ দূর্বীসহ হয়ে উঠেছে। সমাজের প্রত্যেকটি সেক্টরে দূর্ণীতি ছড়িয়ে পড়েছে। স্বচ্ছতা ও জবাবদিহীতার সুশাসন আজ অনুপস্থিত।
তিনি আরো বলেন, দেশের শান্তি ও সমৃদ্ধি চাইলে দেশে সব রাজনৈতিক দল যাতে অবাধে রাজনৈতিক কর্মকাণ্ড সভা, সমাবেশ করতে পারে, জনগণ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে তা নিশ্চিত করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর এলডিপির সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন,সহ সাধারণ সম্পাদক কাজি জহিরুল ইসলাম,মহানগর যুব দলের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন সহ আরো অনেকে।