1. admin@upokulbarta.news : admin :
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ সংলগ্ন নদী শাসনে বাপাউবোর প্রকৌশলী সাতক্ষীরায় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত স্টীলের আলমারি খুলে টাকা ও স্বর্নের চেইন চুরি: সাজেদুল ও সুব্রত হালদারের বিরুদ্ধে থানায় অভিযোগ রামপালে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, \ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল পদত্যাগ করলেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম পাঁচ দিন পর শুরু হলো সাতক্ষীরার ভোমরায় আমদানি-রপ্তানি কার্যক্রম বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ইবিএ প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ প্লাস্টিকের ভিড়ে বিলুপ্ত ঐতিহ্যবাহী মৃৎশিল্প লালমোহনে ছলিমউদ্দিন তালুকদার ফাউন্ডেশনের ঈদ পুর্নমিলনী অনুষ্ঠিত শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব উদযাপন

ভোলা দুলারহাট থানায় আবুবকরপুর ইউপি প্রার্থীদের পরবর্তী করনীয় শীর্ষক আলোচনা ।

Abdus Sattar সম্পাদক
  • আপডেট সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ১৭১ বার পঠিত

ভোলা চরফ্যাশন উপজেলা দুলার হাট থানায় অন্তর্ভুক্ত আবুবকরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৮ নভেন্বর ২০২১ অনুষ্ঠিত হবে। নির্বাচন কে ঘিরে প্রাচার প্রচারনায় কেউ থেমে নেই। সরকারি বিধি মেনেই প্রচার প্রচারনা ও প্রার্থীদের দৌড়ঝাপ ভোটারদের চিন্তার ভাজে ফেলেছে। যতই দিন ঘনিভুত ভোটযুদ্ধে প্রার্থী ভোটারদের ভোট নিশ্চিত করনে নানা কৌশলে ভোট দাবী করছেন। শুধুই তাই নয় নানা কৌশলে ব্যার্থ হলে হুমকি প্রদান করছেন বলে অভিযোগ পাওয়া গিয়াছে।

এদিকে থেমে থাকেনি দুলার হাট থানা প্রশাসন। আজ(২১নভেন্বর) রবিবার সকাল ১১ঃ০০টায় দুলার হাট থানায় নির্বাচনকালীন প্রার্থীদের পরবর্তী করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় আবুবকরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে নানা অপ্রীতিকর,সহিংসতা ও নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে প্রার্থীদের নির্বাচন পরবর্তী করণীয় শীর্ষক আলোচনা সভায় সকল ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য উপস্থিত থেকে সমস্যাগুলো তুলে ধরেন। সভায় বক্তারা আবুবকরপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ১নং ওয়ার্ড কে ঝুকিপূর্ণ দাবি করেছেন। এদিকে আগামী ২৮ শে নভেম্বর ইউপি নির্বাচনে দুলার হাট থানা প্রশাসন আবুবকরপুরে সকল সহিংসতা এড়াতে কঠোর ভুমিকায় পালনে দৃঢ় প্রতিজ্ঞা।

এ প্রসঙ্গে দুলার হাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোরাদ হোসেন বলেন নির্বাচন কালীন সময়ে প্রার্থীদের অভিযোগ ও সকল সহিংসতাকে রোধ কল্পে দুলার হাট থানা প্রশাসন কঠোর ভুমিকায়। ভোটারদের হুমকি ভয় ভীতি প্র্দর্শন ও বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে সঠিক তথ্য দিতে উদাত্ত আহবান জানান। উল্লেখ্য আগামী ২৮ নভেন্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে চরফ্যাশন উপজেলা দুলার হাট থানায় আবুবকরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী মোঃ সিরাজুল ইসলাম বিনাপ্রতিদন্ধীতায় নির্বাচিত হন।এদিকে আবুল বাশার ৪নং, মোঃ রফিকুল ইসলাম ৫নং, আবদুল আজিজ ৭নং,মোঃ দুলাল ৯ নং ওয়ার্ড মোট ৪জন মেম্বার বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। ৫টি ওয়ার্ডের মধ্য ১নং ওয়ার্ডে মোঃফরিদ (মোরাগ),মোঃ নসু মিয়া (ফুটবল)। ২নং ওয়ার্ডে মোঃ জাহাঙ্গীর ফরাজী(পানির কল),মোঃ আবুতাহের ফরাজী (ফুটবল)।৩নং ওয়ার্ডে আঃশহীদ মিয়া (ফুটবল) মোঃ শামছুল আলম (মোরগ)।৬ নং ওয়ার্ডে মোঃ মোস্তফা পাটওয়ারী(মোরগ),মোঃ ইসমাইল হোসেন। ৮ নং ওয়ার্ডে মোঃ কামরুল ইসলাম (ফুটবল),মোঃ মমিন হোসেন (মোরগ) মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

অপরদিকে মহিলা সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ডে আকলিমা(মাইক), বকুল (বই)। ৪,৫,৬ নং ওয়ার্ডে তহমিনা আক্তার (বই),কুলছুম বিবি (সুর্যমূখী ফুল), আয়েশা (মাইক)। ৭,৮,৯ নং ওয়ার্ডে মোসাঃ নুরনাহার(তালগাছ), শিল্পি আক্তার((বই) নিয়ে লড়ছেন। ভোটারদের দ্বারে প্রার্থীদের ভোট ভিক্ষা ও মনপেতে মরিয়া প্রার্থীরা। এদিকে ভোটারদের দাবি কোন অশুভ শক্তি নির্বাচনকে কলুশিত না করে নির্ভয়ে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা