1. admin@upokulbarta.news : admin :
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৪ পূর্বাহ্ন

শেখ রাসেল পদক ২০২২ পেলেন লালমোহনের মেয়ে আনুশকা বিনতে মোশারফ স্নেহা

যুগ্ম সম্পাদকঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ১৭৬ বার পঠিত

স্টাফ রিপোটারঃ
শেখ রাসেল পদক ২০২২ ব্যক্তিগত ক্যাটাগরিতে পুরস্কার পেলেন, লালমোহনের মেয়ে আনুশকা বিনতে মোশারফ স্নেহা। সে লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক হাজী তোফাজ্জল হোসেন এর নাতনী।
পুরস্কার প্রদানের যৌক্তিকতা..
১. আনুষ্ঠানিক: পিএসসি ২০১০ জেএসসি ২০১৮ এসএসসি ২০২১ এ জিপিএ ৫ পেয়ে কৃতিত্বের শহীত উত্তীর্ণ এবং প্রত্যেকটিতে ট্যালেন্ট পুলে বৃত্তি প্রাপ্ত।
২. ক্রেস্ট ও সনদসহ ১৩ টি অর্জন রয়েছে।
পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে পারদর্শিতা যেমন: সাংস্কৃতিক কর্মকান্ড ক্রিয়া ইত্যাদি:
১: মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ গাল গাইড হিসেবে উপজেলা পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি স্বেচ্ছাসেবক পুরস্কার ২০২০ অর্জন।
২; জাতীয় শিক্ষা সপ্তম 2017 হাইড্রোলিক লিফট তৈরি করে প্রথম স্থান অর্জন।
৩: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ ২০১৯ এ কবিতা আবৃত্তি রবীন্দ্র সংগীত তাৎক্ষণিক অভিনয় লোকনৃত্য ইত্যাদিতে প্রথম স্থান সহ একাধিক সনদ অর্জন।
৪; ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে অংশগ্রহণ করে বুলডোজার তৈরি করে প্রথম স্থান অর্জন।
৫: বিভাগীয় পর্যায়ে শুদ্ধভাবে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন।
৬: জেলা পর্যায়ে জাতীয় নজরুল সম্মেলন ২০১৯ আবৃত্তি প্রতিযোগিতা দ্বিতীয় স্থান অর্জন।
৭: ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত প্রতিবছর উপজেলা এবং জেলা পর্যায়ে ৭ই মার্চের ভাষণে অংশগ্রহণ জেলা শিশু একাডেমীর আয়োজনে ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একাধিকবার প্রথম স্থান অর্জন।
৮: ২০১৮ সাল থেকে যুব রেট ক্রিসেন্ট চরফ্যাশন
উপজেলা ইউনিটে সদস্য হিসেবে উপজেলা সদর সরকারি হাসপাতালে করোনা ভ্যাকসিন প্রদানের সহায়তা করেছে।
৯: ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ব্র্যান্ডের টিম লিডার (অধিনায়ক) হিসেবে নেতৃত্ব দিয়েছে।
১০: ২০২০ সালে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও কোভিড 19 স্বাস্থ্য পরিচর্যায় প্রথম স্থান অর্জন।
আনুশকা বিনতে মোশারফ স্নেহার অনুভূতি:
গোল্ড মেডেল পাওয়াটা সবার জীবনে আনন্দের তেমনি আমার জীবনে ও অনেক আনন্দের । আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী ও সকল আয়োজক কমিটি এবং আমার নানা নানু দাদা-দাদি বাবা-মা সহ সকল শিক্ষাগুরুজনকে।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা