1. admin@upokulbarta.news : admin :
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০০ পূর্বাহ্ন

বিবর্ণ প্রেম-টি আই অশ্রু

সহকারী সম্পাদকঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১১৩ বার পঠিত

আমি বলে ছিলাম ভালোবাসো?
তুমি স্তব্দ হয়ে অবাদ বিস্ময় কন্ঠে হৃদয়ের সবটুকু হা-হাকার মিশিয়ে বলেছিলে,,
তুমি পশ্চিমা বাতাসে ঝড়া পাতা যেমন জমে যেভাবে বিষণ্ণ হয় পুবের উঠোন,
ঠিক সেভাবে তুমি বার-বার বিষণ্ণ হয়েছো আমার প্রেমে।
আমি বলেছিলাম,আমার প্রেমের ছোট গল্প হবে নাকি উপন্যাস?
তুমি রহস্যের হাসি হেসে কবিতায় গেলে মিশে।
আমি বলেছিলাম, রাতের স্বপ্ন হবে নাকি বাস্তবতা?
তুমি খুব ভেবে বলেছিলে, তুমি আমার মনের কল্পনা হবে।
আমি তোমায় বলেছিলাম, পাহাড় না সমুদ্র যাবে,
তুমি দু’চোখের সবটুকু দুষ্টোমি একত্রে মিশিয়ে বলেছিলে,যে পথে কেউ হাটেনি,আমি সে পথে ধরে হাটতে চাই।
আমি বলেছিলাম ফুল নিবে নাকি প্রেম?
তুমি মুচকি হেসে বলেছিলে, আমি রচনা করব প্রেমের কাব্য যার নাম হবে বিবর্ণ প্রেম।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা