1. admin@upokulbarta.news : admin :
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০২:০৫ অপরাহ্ন

পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ৫০ প্রকারের নকল খাদ্য পন্যসহ আটক ২

সহকারী সম্পাদকঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৭৬ বার পঠিত

টি আই অশ্রু পটুয়াখালী।

পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম, কর্তৃক প্রাপ্ত সংবাদের প্রেক্ষিতে এবং তাহার প্রত্যক্ষ নির্দেশে, পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আহমাদ মাঈনুল হাসান মহোদয়ের নির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের নের্তৃত্বে ২০-১০-২০২২ ইং তারিখ ভোর রাত ০৩:০০ ঘটিকা হইতে সকাল ১০:০০ ঘটিকা পর্যন্ত ডিবিতে কর্মরত এসআই(নিঃ)/মোঃ মিজানুর রহমান, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর বাজার সংলগ্ন এস এম ইয়াকুব (২৮), পিতা-আঃ রব সিকদার, সাং-কৈখালী, ৯নং ওয়ার্ড, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী এর ভাড়া করা গোডাউনে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন খাদ্যপণ্য তৈরীর ভেজাল কাঁচামাল, ভেজাল পন্য তৈরীর বিভিন্ন ব্রান্ডের লেবেল, ফিটিং মেশিন এবং তৈরী পণ্য হিসেবে ভেজাল পানীয়, শিশু খাদ্য যাহার মধ্যে ললিপপ, আইসপপ, নকল যৌন উত্তেজক ঔষধ যেমন জিংপোল, জিনসেন, জি-ফাইন, নকল খাবার সেলাইন, নকল প্রসাধনী সামগ্রী, নারিকেল তেল, ভেজাল চা পাতা, ভেজাল ঔষধ সহ ৫০(পঞ্চাশ) প্রকারের বিভিন্ন নকল বিপুল পরিমানে খাদ্যপণ্য যাহা ইয়াকুব এর ভাড়া করা তিন রুম বিশিষ্ট গোডাউন ও কারখানা হইতে উদ্ধার পূর্বক জব্দ করা হয় এবং ভেজাল পণ্যের মালিক ও তাহার কর্মচারী ১। এস এম ইয়াকুব (২৮), পিতা-আঃ রব সিকদার, সাং-কৈখালী, ৯নং ওয়ার্ড, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী এবং ২। মোঃ শাকিব (১৮), পিতা-আব্দুল কুদ্দুস আকন, সাং-কুড়িপাইকা, লোহালিয়া ইউপি, থানা ও জেলা-পটুয়াখালীদ্বয়কে একটি বাজাজ প্লাটিনা মোটর সাইকেল সহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা