1. admin@upokulbarta.news : admin :
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৯ পূর্বাহ্ন

ভোলায় বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার

সহকারী সম্পাদকঃ
  • আপডেট সময় : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৮০ বার পঠিত

আশিকুর রহমান শান্তঃ

ভোলার ইলিশা ফেরিঘাট এলাকার মেঘনা নদীতে ভাসমান অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জরুরী সেবা ৯৯৯ এর কল পেয়ে ইলিশা নৌ থানার পুলিশ ইলিশা ফেরিঘাট এলাকার মেঘনা নদীতে বস্তাবন্দি ভাসমান অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধারের করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ইলিশা নৌ থানার ওসি আখতার হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি বস্তা ভাসমান অবস্থায় থাকতে দেখে তারা জরুরি সেবা ৯৯৯ জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে আজ (১৯ অক্টোবর) সকাল ৮ টায় অজ্ঞাত ব্যক্তির মরদেহটি ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর (ওসি) আখতার হোসেন জানান, নিহত ব্যাক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম করার পরে প্রচলিত আইনে ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা