1. admin@upokulbarta.news : admin :
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০১ পূর্বাহ্ন

শেখ হাসিনা সরকারের আমলে দেশে কাজের পরিধি বেড়েছে-এমপি শাওন

যুগ্ম সম্পাদকঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৬০ বার পঠিত

পারভীন আক্তার, লালমোহনঃ
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে দেশে কাজ বেড়েছে। আগে কোন দপ্তরে এতো কাজ ছিল না। এখন সকল দপ্তরে সরকারি বরাদ্দ বেড়েছে, তাই সকল কর্মকর্তা-কর্মচারীদের ব্যস্ততাও বেড়েছে। সোমবার সকালে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার পদোন্নতিজনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা পরিষদের আয়োজনে এতে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ।
ইউএনওর বিদায় সংবর্ধনায় এমপি শাওন আরো বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে সকলে এখন নিষ্ঠার সাথে দায়ীত্ব পালন করছে। লালমোহনের বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারও ভালো কাজ করেছেন। তিনি এ এলাকায় শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রধানমন্ত্রীর বিভিন্ন বরাদ্দ সঠিকভাবে তিনি বন্টন করেছেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিদায়ী ইউএও পল্লব কুমার হাজরা, অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দিদারুল ইসলাম অরুন, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, আবুল কাশেম, গোলাম মোস্তফা, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষসহ আরো অনেকে।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা