টি আই অশ্রুঃ
পটুয়াখালীর কুয়াকাটা থেকে ৯ ফুট দৈর্ঘ্যর একটি বার্মিজ অজগর সাপ উদ্ধার করেছে এনিমেল লাভার অফ পটুয়াখালী সংগঠনের সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের খাজুরা এলাকার কৃষক আবদুল খালেকের বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত বার্মিজ অজগর সাপটি টেংরাগিরি বন্যপ্রানী অভয়াশ্রমে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ সাপটি অবমুক্ত করেন এনিমেল লাভার অফ পটুয়াখালী সংগঠন ও বন বিভাগের সদস্যরা।
এনিমেল লাভার অফ পটুয়াখালী সংগঠনের সদস্যরা জানান, গতকাল বিকেলে ওই কৃষক সাপটি জাল ফেলে তার ধান খেত থেকে উদ্ধার করেন। পরে তারা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটি উদ্ধার করে। ইতিমধ্যে এটিকে প্রাথমিক চিকিৎসা শেষে ট্রলারযোগে টেংরাগিরি পৌছে সাপটি আপন গৃহে অবমুক্ত করা হয়।
মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, সাপটি আজ দুপুরের মধ্যে টেংরাগিরি বনে অবমুক্ত করা হয়েছে।