1. admin@upokulbarta.news : admin :
  2. bangladesh@upokulbarta.news : যুগ্ম সম্পাদক : যুগ্ম সম্পাদক
  3. bholasadar@upokulbarta.news : বার্তা সম্পাদক : বার্তা সম্পাদক
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত খানপুর মেইনরোডে মাদক ব্যবসা জমজমাট ॥ পুলিশ নিরব বৃষ্টির প্রত্যাশায় ভোলায় ইস্তেস্কা নামাজ আদায় কক্সবাজারের জেলে পরিবারের নারীদের প্রাকৃতিক সম্পদের ব্যবহার করন সভা অনুষ্ঠিত বোরহানউদ্দিনে ওয়াশ মার্কেট সিস্টেম উন্নয়ন  বিষয়ক সভা ফকিরহাটে এসএসিপি প্রকল্প পরিদর্শনে আন্তর্জাতিক সংস্থা ইফাদ আলিপুরে চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউল ইসলাম জিয়ার মোটরসাইকেল প্রতীকে গণসংযোগ বন্দরে ছেঁচড়া আলমগীরের মাদক ব্যবসায় যুব ও কিশোররা বিপথগামী ॥ প্রশাসনের হস্তক্ষেপ জরুরী তাপদাহে রিকশাচালক-পথচারী‌দের‌ মাঝে ড্রিম সাতক্ষীরার পা‌নি ও স্যালাইন বিতারণ ভোলায় হিটস্ট্রোকে যুবকের মৃত্যু

বাবু গয়েশ্বর চন্দ্রের বাড়িতে আওয়ামীলীগের অতর্কিত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সহকারী সম্পাদকঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১০৩ বার পঠিত

সোলায়মান সুমন (কেরানীগঞ্জ) প্রতিনিধিঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় এর বাড়িতে দক্ষিন থানা আওয়ামীলীগ সভাপতির নির্দেশে যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃত্বে অতর্কিত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি। আজ সোমবার দক্ষিণ থানা বিএনপি জিনজিরা পার্টি অফিসে
এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু। এসময় তিনি অভিযোগ করে বলেন দেশে অসহনীয় পর্যায়ে জ্বালানি তেল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত কর্মসূচি পালন করতে গিয়ে ৩১ জুলাই ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম পুলিশের গুলিতে নিহত হয়েছেন। একই দিনে ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই হত্যাকান্ড ও জ্বালানি তেলের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করে সেই কর্মসূচির অংশ হিসেবে আমরা কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ২২ আগস্ট তেঘরিয়া ইউনিয়নে একটি মশাল মিছিল করি। সেই মিছিলে আমাদের নেতৃত্ব দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড.রুহুল কবির রিজভী আহমেদ। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল আশফাক, কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি সভাপতি এডভোকেট নিপুণ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু চলাকালীন হঠাৎ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ তাদের অতর্কিত আক্রমণ করে এবং আমাদের অনেক নেতা কর্মীকে মারাত্মক আহত করে। আমাদের তেঘরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি খোরশেদ জমিদারের বাড়ি মালিকানাধীন মার্কেট তান্ডব চালায়। আওয়ামী লীগের সেই গুন্ডাবাহিনী সদস্যরা শুধু হামলা করে ক্ষান্ত হয়নি। সেই হামলায় উল্টো আমাদের ৫১জন নেতা কর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। গতকাল ২৯ আগস্ট আমাদের পাঁচটি ইউনিয়নের সাংগঠনিক কর্মসূচী পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। তারই অংশ হিসেবে দক্ষিণ থানা সভাপতি
এ্যাড. নিপুণ রায় এর নেতৃত্বে মশাল মিছিল হয়। শান্তিপূর্ন মিছিল শেষে যখন নেতা কর্মীরা সুশৃংখলভাবে এলাকা ত্যাগ করেছিল তখন দক্ষিন থানা আওয়ামীলীগ সভাপতির নেতৃত্বে
আওয়ামী সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কেরানীগঞ্জ বিএনপির অভিভাবক স্থায়ী কমিটির
সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবু গয়েশ্বর চন্দ্র রায় ইউনিয়নস্থ মির্জাপুর গ্রামের নিজস্ব বাসভবনে অতর্কিত হামলা চালিয়ে বাড়ির দরজা কপাট জানালা ভাঙচুর করে এরপর বৃষ্টির মত ইট পাটকল নিক্ষেপ করতে থাকে। পরে ঐ এলাকা থেকে আমাদের স্বেচ্ছাসেবক দল নেতা মুন্না বিপ্লবকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। আমাদের নেতাকর্মীদের গ্রেফতারের পর স্থানীয় আওয়ামী গুন্ডাবাহিনী একটি অটোরিকশা এনে সেটা জ্বালিয়ে দেন। যাতে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করতে পারেন।আমরা জানতে পেরেছি কেরানীগঞ্জ দক্ষিন থানায় আমাদের ৮৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আমাদের গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।
সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও ঢাকা জেলা বিএনপির নেতা নাজিম উদ্দীন মাষ্টার, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি ওমর শাহ নেওয়াজ, সহ সভাপতি আলী হোসেন আলী, যুগ্ন সাধারন সম্পাদক মোশারেফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ঈশা খানসহ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা