1. admin@upokulbarta.news : admin :
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০২:১৪ অপরাহ্ন

তুমি- কবি:মোঃ শাখাওয়াত হোসেন শওকত

বায়হান বাদল
  • আপডেট সময় : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৫৯ বার পঠিত
আপনি থেকে কখনও যদি
হয়ে যাও তুমি,
ফুল ফলাদির ছোয়া পাবে
জিবন নামের ভুমি।
নিবির ধ্যানে ভাবে তখন
ভাবে নিজের করে,
যাবেনা সে তোমায় ছেড়ে
রোদ বৃষ্টি ঝড়ে।
তাইতো,যেন ভুল করে কেউ
আপনি বলে ডেকে,
হারিয়ে যেওনা হটাৎ করে
কারো জীবন থেকে।
হটাৎ করে দেখে তোমায়
কেউ যদি হয় মত্য,
তুমি করে ডাকলে তোমায়
ভালো বাসা সত্য।
যদিও আমি নয়তো কবি
কবির মতো লিখি,
যেখানটিতে যাইগো যথা
সেখানটিতেই শিখি।
পারো যদি খবর নিও
বন্ধু ভেবে থাকলে,
দেখা হবে কথা হবে
তুমি বলে ডাকলে।
খুব কাছের মানুষরাই তুমি হয়।
♥♥ সকল প্রশংসা আল্লাহর ♥♥
সাবেক ছাএনেতা কবি সাহিত্যেক ও সাংবাদিক
এ্যাড,মোঃ শাখাওয়াত হোসেন শওকত
সাবেক উপজেলা চেয়ারম্যান দশমিনা পটুয়াখালী
সভাপতি দশমিনা উপজেলা সাংবাদিক সমিতি।
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা