1. admin@upokulbarta.news : admin :
  2. bangladesh@upokulbarta.news : যুগ্ম সম্পাদক : যুগ্ম সম্পাদক
  3. bholasadar@upokulbarta.news : বার্তা সম্পাদক : বার্তা সম্পাদক
বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪, ১১:১০ অপরাহ্ন

হুফফাজুল কুরআন সংস্থা কক্সবাজার জেলার প্রতিনিধি সম্মেলন ও দ্বিবার্ষিক কাউন্সিল

যুগ্ম সম্পাদকঃ
  • আপডেট সময় : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ২৩৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক,কক্সবাজারঃ
হুফফাজুল কুরআন সংস্থা কক্সবাজার জেলা শাখার দ্বিবার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।

এতে হাফেজ মুবিনুল হক সভাপতি এবং হাফেজ রিদওয়ানুল কাবীর সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

শনিবার (২০ আগস্ট) দুপুরে শহরের লাবণী পয়েন্টের অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে সদস্যদরা গোপন ব্যালটে ভোট দেন। এতে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।

এর আগে হুফফাজের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কাস্থ মাদরাসা দারুল ফায়েজিনের শিক্ষক শাহ ওয়ালিউল্লাহ নজির আহমদ আশ শওকী।

বিশেষ অতিথি ছিলেন, গোরকঘাটা জামেয়ার প্রধান পরিচালক হাফেজ আব্দুল গফুর, হুফফাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ ইউনুস ফরাজি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিয়াউল হক, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক হাফেয মুহাম্মদ ইবরাহীম ছিদ্দিকী, আন্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থার সদস্য হাফেজ সিরাজুল হক, ক্বারী আব্দুর রহমান।

হাফেজ রিদওয়ানুল কাবীরের সঞ্চালনায় সম্মেলনে হাফেজ ডাক্তার মুহাম্মদ ফয়সাল, হাফেজ মুহাম্মদ মিসবাহ উদ্দিনসহ বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। সর্বোচ্চ ভোটে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনে ছিলেন, মহেশখালীর গোরকঘাটা জামেয়ার প্রধান পরিচালক হাফেজ আব্দুল গফুর, হুফফাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ ইউনুস ফরাজি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিয়াউল হক, চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক হাফেয মুহাম্মদ ইবরাহীম ছিদ্দিকী।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা