গলাচিপা ( পটুয়াখালী) প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে ১৫ই আগষ্ট গলাচিপা উপজেলার রতনদীতালতলী ইউনিয়নে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছে রতনদীতালতলী ইউনিয়ন পরিষদ , ইউনিয়ন আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন ও বণিক সমিতি ।
জানা গেছে, রতনদীতালতলী ইউনিয়ন পরিষদে উলানিয়া বন্দর বনিক সমিতির উদ্যোগে ১৫আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মিলাদ ও গণভোজ বিতরণ করা হয়েছে। উলানিয়া বাজার বণিক সমিতির সভাপতি সিকদার মোঃজাহাঙ্গীর পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন রতনদীতালতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গলাচিপা উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ গোলাম মোস্তফা খাঁন ,সভাপরিচালনা করেন মোঃমশিউর রহমান বুলবুল।
বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মোঃমোস্তাফিজুর রহমান শাকিল খাঁন, আবুল বশার হাং, বাদল শর্মা, মোঃরিয়াজ খলিফা,মোঃনাজমুল মোল্লা, মোঃজিকু মৃধা প্রমুখ। এসময় উলানিয়া বন্দর রাধা ও গোবিন্দ মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।